২০২৬ সালে অসমে বিধানসভা ভোট রয়েছে। তার আগে চলতি বছর উত্তর-পূর্বের এই রাজ্যে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এই দুই নির্বাচনের দিকে তাকিয়ে সদস্য সংগ্রহ অভিযানে নামল অসম তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে অসমে সংগঠন গোছানোর কাজ শুরু করেছে জোড়াফুল শিবির।
অসম তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে সদস্য সংগ্রহের লক্ষ্যেই বিশেষ ফোন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরে মিসড কল করে তৃণমূলে যোগ দিতে পারবেন সাধারণ মানুষ। কয়েক দিন আগে গুয়াহাটিতে অসম তৃণমূলের ইনচার্জ মলয় ঘটক, সুস্মিতা দেবের উপস্থিতিতে দলের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা হয়।
দলের সভাতেই মিসড কল ক্যাম্পেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার অসম তৃণমূলের ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে সংশ্লিষ্ট নম্বরটি পোস্ট করা হয়েছে। এর সঙ্গে লেখা হয়েছে, ‘নতুন পরিবর্তনের কণ্ঠস্বর হোন। ৮৯৫৭৯–৮৯৫৭৯ নাম্বারে মিসড কল করুন এবং অসম প্রদেশ তৃণমূলের অংশ হোন। অসমে নতুন প্রগতিশীল সমাজ তৈরি করতে আজ–ই যোগ দিন।’
এদিকে এই কর্মসূচি শুরুর আগে থেকেই সংগঠন শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে তৃণমূল শিবির। অসম তৃণমূলের সভাপতি রমেনচন্দ্র বড়ঠাকুর ও সুস্মিতার উপস্থিতিতে কয়েক দিন আগে তিনসুকিয়ায় বড় যোগদান কর্মসূচি হয়েছে। কয়েক সপ্তাহ আগে তিনসুকিয়ার প্রাক্তন কংগ্রেস প্রার্থীও জোড়াফুল শিবিরে যোগ দিয়েছেন।
ইতিমধ্যেই অসমে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে বাংলা শাসকদল। অসমের একটি স্বশাসিত কাউন্সিলের নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারও করছেন সুস্মিতা দেব। শনিবারও একাধিক জায়গায় প্রচার সারেন তিনি। এর আগে ২০২৪–এর লোকসভা নির্বাচনে অসমে ৪টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল জোড়াফুল শিবির।
চলতি বছরে অসমে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনে লড়াই লক্ষ্যে ইতিমধ্যেই স্থানীয়ভাবে তোড়জোর শুরু করে দিয়েছে তৃণমূল। অসমে বিধানসভা কেন্দ্র রয়েছে ১২৬টি। আগামী বছর হতে চলা বিধানসভা নির্বাচনে ঠিক কতগুলি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্রে খবর, যেখানে ভালো সংগঠন গড়ে উঠবে, সেখানকার আসনে প্রার্থী দেওয়া হবে।