অসুখ বিসুখে লবণ জলের জুড়ি নেই৷ দাঁত ব্যথা হোক বা ঠান্ডা-সর্দি অল্প লবণ জলে গার্গল করলে আরাম হয়৷ তবে রূপচর্চায় লবণ জলের ব্যবহার কি কখনো শুনেছেন? তৈলাক্ত ত্বকে ব্ল্যাকহেড্স বা হোয়াইট হেডসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে লবণ পানি৷ চিকিৎসকদের মতে, সব ধরণের ত্বকে যে এই লবণ জল একই রকম ভাবে কাজ না৷ তৈলাক্ত ত্বকে সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণ করলেও শুষ্ক ত্বকের জন্য এই দ্রবণ ক্ষতিকর হয়ে উঠতে পারে৷
লবণ জল বা ‘স্যালাইন ওয়াটার’ দিয়ে মুখ ধুলে ত্বকের যত উপকার:
সেবাম নিয়ন্ত্রণ
তৈলাক্ত ত্বকে ধুলাবালি, মৃত কোষ বেশি জমে৷ সেবাম ক্ষরণের পরিমাণ বেশি হলে ব্রণের সমস্যাও বাড়ে৷ তাই লবণ জল ত্বকের অতিরিক্ত তেল সরিয়ে ত্বকের নিজস্ব তেলের ভারসাম্য বজায় রাখে৷ জেল্লা বাড়ায় ত্বকে মৃত কোষের স্তর সরে গেলেই আসল জেল্লা বেরিয়ে আসে৷ সবসময় ত্বক এক্সফোলিয়েট করা সম্ভব নয়৷ সেক্ষেত্রে কাজে দেয় স্যালাইন ওয়াটার৷
ব্রণ নিয়ন্ত্রণে
মুখের অতিরিক্ত তেল ব্রণের সমস্যার মুল কারণ৷ অতিরিক্ত তেল সরিয়ে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে লবণ পানি৷ একটি পাত্রে ২ কাপ করে ফুটিয়ে ১ চা চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন৷ মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন৷ তারপর সেই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন৷