• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

৩১ হাজার কোটি টাকা ব্যয়ে ভারত ও মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া

৩১ হাজার কোটি টাকা ব্যয়ে ভারত ও মায়ানমার সীমান্ত ঘিরে দেওয়া হবে কাঁটাতার দিয়ে। ১ হাজার ৬৪৩ কিলোমিটার বিস্তৃত ভারত-মায়ানমার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরার সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপত্তাজনিত কারণে। উত্তর-পূর্বের রাজ্য মনিপুর উত্তপ্ত হওয়ার পর থেকেই সমস্যা বাড়তে থাকে ভারত-মায়ানমার সীমান্তে। সেই কারণে ঘিরে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, মায়ানমার সীমান্তের ৩০ কিলোমিটার অঞ্চল ইতিমধ্যে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে।