• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ব্ল্যাকলিষ্টের পথে কপিল সিব্বল 

সিব্বল তাঁর পেশার স্বার্থে গোটা বিষয়টিকে লঘু করে প্রস্তাব পাশ করিয়েছেন এক্সিকিউটিভ কমিটিকে অন্ধকারে রেখে

কংগ্রেসের শীর্ষ নেতা তথা আইনজীবী কপিল সিব্বল। (File Photo: IANS)

আগেই বার অ্যাসোসিয়েশেনের লেটার প্যাডে লিখে অস্বস্তিতে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। এবার আরেক প্রস্তাব পাশ করে ব্লাকলিস্টের মুখে আরজি কর মামলায় রাজ্যসরকারের আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির পদ নিয়ে চরম অস্বস্তির মুখে পড়েছেন সিবাল। অ্যাসোসিয়েশনের এক প্রাক্তন সভাপতি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকি লিখে জানিয়েছেন, সিব্বল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশেন আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে যে প্রস্তাব গ্রহণ করেছে তা বেআইনি। সিব্বল তাঁর পেশার স্বার্থে গোটা বিষয়টিকে লঘু করে প্রস্তাব পাশ করিয়েছেন এক্সিকিউটিভ কমিটিকে অন্ধকারে রেখে। ওই প্রস্তাবের সঙ্গে অধিকাংশ সদস্য একমত নন। তাঁরা ওই প্রস্তাবের দায় নিতে অপারগ। সিব্বল প্রস্তাবটি প্রত্যাহার না করলে তাঁকে সভাপতি পদ থেকে সরাতে অনাস্থা প্রস্তাব আনা হবে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক বিক্ষুব্ধ সদস্য তথা প্রাক্তন সভাপতি আদিস সি আগরওয়ালার বক্তব্য, সিবালের উদ্যোগে গৃহীত প্রস্তাবে আরজি করে শিক্ষার্থী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনাকে এক ধরনের ব্যধি বলে উল্লেখ করা হয়েছে। তাতে আরও বলা হয়েছে, এই ধরনের ব্যধি গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্ট এই ধরনের ব্যধি নির্মূল করতে সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানাচ্ছে।