কলকাতা, ২১ জানুয়ারি: চলতি জানুয়ারি মাসে আর পাঁচদিন খোলা থাকবে ব্যাংকগুলি। আজ রবিবার সাপ্তাহিক ছুটি। আগামীকাল নামমাত্র খোলা থাকলেও জরুরি পরিষেবা ছাড়া আর কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। কারণ, সোমবার রামমন্দির উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি দেওয়া হয়েছে। যাতে সবাই এই লাইভ অনুষ্ঠান দেখতে পারেন। এবং স্থানীয়ভাবে দিনটিকে উদযাপন করতে পারেন। সেজন্য দুপুর আড়াইটে পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। এরপর ব্যাঙ্ক খোলার পর আনুমানিক ঘন্টাখানেক পরিষেবা পাওয়া যেতে পারে। তাতে কতজন গ্রাহক পরিষেবা পাবেন সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে।
এর পরের দিনে মঙ্গলবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৪ ও ২৫ জানুয়ারি ব্যাঙ্ক স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং পরিষেবা পাওয়া যাবে। এরপর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৭ ও ২৮ জানুয়ারি শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি। কারণ শনিবার ফোর্থ স্যাটারডে। রবিবার স্বাভাবিক ছুটি। এরপর ২৯ ও ৩০ জানুয়ারি ব্যাঙ্ক খোলা থাকবে। কিন্তু ৩১ জানুয়ারি বছরের শেষ দিনে বর্ষবরণে মেতে উঠবেন সরকারি কর্মী ও গ্রাহকরা। কার্যত ওই দিন কোনও ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার আশঙ্কা নেই। ফলে সব মিলিয়ে দিন পাঁচেক ব্যাঙ্ক পরিষেবা পাওয়া যাবে চলতি মাসে।