কেন্দ্রের পক্ষ থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের ভর্তুকি দেওয়া হয়। যদিও সেটা নামমাত্র। তবে এবার সেই টাকাও নিয়মমাফিক গ্রাহকদের অ্যাকাউন্টে জমা পড়ছে না বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, কোনও এক অজ্ঞাত কারণে অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যার জেরে রান্নার গ্যাসের ভর্তুকি আটকে যাচ্ছে।
গত এক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা। আর এবার যে যে গ্রাহকরা ভর্তুকি পাওয়া নিয়ে সমস্যায় পড়ছেন, তাঁদের তালিকা তৈরি করে তেল সংস্থাগুলির হাতে দেওয়া হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে। তেল সংস্থাগুলির পক্ষ থেকে, সেই তালিকা ইতিমধ্যেই গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠানো হয়েছে। মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে না ভর্তুকি, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি করার পরামর্শ দ্রুত দেওয়া হয়।
উল্লেখ্য, এখন গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। কলকাতা এবং তার সংলগ্ন সাধারণ গ্রাহকদের কেন্দ্রের পক্ষ থেকে গ্যাস সিলিন্ডারের ভর্তুকি দেওয়া হয় ১৯.৫৭ টাকা। রাজ্যের জেলার দিকে এই ভর্তুকি নেমে আসে ১০ টাকা থেকে শুরু করে ৪ টাকায়। সামান্য ভর্তুকি, তাও পেতে নাস্তানাবুদ হতে হচ্ছে গ্রাহকদের।
প্রশ্ন উঠছে, বহুদিন ধরেই কেন্দ্র গ্যাস সংযোগের সঙ্গে আধার কার্ড দিয়ে কেওয়াইসি প্রক্রিয়া চালাচ্ছে। তারপরেও কেন গ্রাহকদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে?