মাথা পিছু আয়ে ভারতকে টপকে গেল বাংলাদেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: IANS/BJP)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নেতৃত্বাধীন ভারত মাথা পিছু আয়ে এখন বাংলাদেশের পিছনে। তারই পরিসংখ্যান বলছে, ২০২০ থেকে ২১ আর্থিক বছরে বাংলাদেশিদের মাথাপিছু আয় ২,২২৭ মার্কিন ডলার, যা গতবারের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। গত আর্থিক বছরে বাংলাদেশিদের মাথাপিছু আয় ছিল ২,০৬৪ মার্কিন ডলার।

২০২০-২১ আর্থিক বছরে ভারতীয়দের মাথাপিছু আয় ১,৯৪৭,৪১৭ মার্কিন ডলার। লকডাউনের জেরে ভারতের অর্থনীতি আঘাতপ্রাপ্ত হয়েছে, সে কারণে মাথাপিছু আয় ভারতীয়দের কমেছে, সমীক্ষায় দাবি করা হয়েছে। 

একইভাবে বাংলাদেশেও করােনার প্রাদুর্ভাব অর্থনীতিতে ছাপ ফেলেছে। তা সত্ত্বেও সেদেশের মানুষজনের মাথাপিছু আয় বেড়েছে। গত ৫ দশক ধরে দারিদ্র, পরিকাঠামাে উন্নয়নের সঙ্গে লড়াই করে চলেছে বাংলাদেশ। পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে পরিসংখ্যানই তার বড় প্রমাণ। 


বাংলাদেশের ক্যাবিনেট সচিব খান্দের আনওয়ারুল ইসলাম বলেছেন, এটা একটা ভালাে দিক আমাদের মাথাপিছু আয় বেড়েছে। আর অন্যদিকে মুখে ‘আচ্ছে দিন’ বলা নরেন্দ্র মােদির ভারত পিছচ্ছে।