দিল্লি, ২৬ এপ্রিল – প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পরিধি বাড়াতে এবং আদান-প্রদান ক্ষেত্র আরও বৃহৎ করতে মে মাসে যৌথ সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ এবং চিন। এই উদ্দেশ্যে যৌথ মহড়ায় অংশ নিতে চিনা পিপলস লিবারেশন আর্মি-র একটি দল বাংলাদেশে যাবে। বৃহস্পতিবার চিনের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়া এবং সংবাদপত্র পিপল্স ডেইলি জানিয়েছে, মে মাসের শুরুর দিকে ওই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে।