গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে শেষ অভিযুক্তেরও জামিন

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে জামিন পেলেন আরও এক অভিযুক্ত। বেঙ্গালুরুর সিটি সিভিল এবং দায়রা আদালতের বিচারক শারদ ভৌসাহেব কলস্কর নামে ওই অভিযুক্তের জামিন মঞ্জুর করে। সাংবাদিক হত্যার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে শারদ হেফাজতে ছিলেন।

এই নিয়ে সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে জড়িত সকল অভিযুক্ত জামিন পেলেন। আদালত ইতিমধ্যেই ১৬ জন অভিযুক্তকে জামিন দিয়েছে। গতকাল জেলে থাকা শেষ অভিযুক্ত শারদ ভৌসাহেব কলস্কর জামিন পেলেন। মামলায় মোট ১৮ জন আসামি। আরেক অভিযুক্ত বিকাশ পাতিল এখনও পলাতক। তাকে গ্রেপ্তার করা যায়নি।

শুক্রবার শারদকে জামিন দিতে গিয়ে বিচারক বলেন, সাংবাদিক হত্যা মামলার বিষয়টির কবে নিষ্পত্তি হবে, তার কোনও নিশ্চয়তা নেই। তাই তাঁকে জামিন দিয়ে দেওয়া হল। কলস্করের দাবি, তিনি নির্দোষ। সাংবাদিক হত্যার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সেই বিষয়টি উল্লেখ করেই আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। আদালতের শর্ত, যখনই প্রয়োজন হবে বিচারে জন্য হাজিরা দিতে হবে অভিযুক্তকে।


২০১৭ সালের ৫ সেপ্টেম্বরে বাড়ির ঠিক বাইরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল সাংবাদিক তথা সমাজকর্মী গৌরীর। বাইকে চেপে এসে বেঙ্গালুরুর আর আর নগরের বাড়ির সামনে লঙ্কেশকে লক্ষ্য করে আচমকা গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। লঙ্কেশের মৃত্যুতে তোলপাড় হয়েছিল গোটা দেশ।

বিশেষ তদন্তকারী দল এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। মোট ১৮ জনকে অভিযুক্ত ও সন্দেহভাজনের তালিকায় রেখেছিলেন সিটের অফিসারেরা। এদের মধ্যে ছিলেন মাস্টারমাইন্ড অমল কালে, দুই হামলাকারী পরশুরাম ওয়াগমারে ও গণেশ মিসকিন। যদিও গত কয়েক বছরে একে একে জামিন পেতে থাকেন অভিযুক্তরা।