দীপাবলির ঠিক আগে আগেই রাজধানী অঞ্চল দিল্লিতে বায়ুদূষণের অবস্থা আশঙ্কাজনক! ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স (এনএকিউআই) অনুযায়ী দিল্লির আবহাওয়া এখন ‘ভেরি পুওর’ ক্যাটেগরিতে। ভোরবেলা বিভিন্ন জায়গায় ধোঁয়াশা হওয়ার কারণেই এমন অবস্থা বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) এবং সফর (সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ) সূত্রে খবর, ভোর সাড়ে সাতটার দিকে দিল্লির গড় একিউআই মান ছিল ৩২৮। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল (দিল্লি এনসিআর)-এর বিভিন্ন জায়গাতেও একিউআই-এর মান যথেষ্টই দুর্বল – ফরিদাবাদে ২০৬, গুরুগ্রামে ১৯৫, গাজিয়াবাদে ২৫২, গ্রেটার নয়ডাতে ২৪৮ আর নয়ডাতে ২৬৭। গত রবিবার দিল্লির গড় একিউআই-এর মান ছিল ৩৫৬ – যা সোমবারের তুলনায় আরও খারাপ।
জাতীয় রাজধানী অঞ্চলের বিভিন্ন জায়গার একিউআই ‘ভেরি পুওর’ ক্যাটেগরিতে রয়েছে। এর মধ্যে উল্লেখ্য হল আনন্দ বিহার (৩৫৭), অশোক বিহার (৩৬১), ওয়াজিরপুর (৩৬২), জাহাঙ্গীরপুরী (৩৬৬) এবং নজফগড় (৩২৫)। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একিউআই ৩১৬।
ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইনডেক্স এমন এক সূচক, যা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৮টি বায়ুদূষক পদার্থের উপস্থিতির ভিত্তিতে বাতাসে দূষণের মাপ নির্ধারণ করবে। এই ৮টি দূষক পদার্থ হল পিএম (পার্টিকুলেট ম্যাটার) ১০, পিএম ২.৫, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন, অ্যামোনিয়া এবং সিসা। এর উপর ভিত্তি করে এই সূচককে ৬টি ভাগে ভাগ করা হয় – গুড (০-৫০), স্যাটিসফ্যাক্টরি (৫১-১০০), মডারেট (১০১-২০০), পুওর (২০১-৩০০), ভেরি পুওর(৩০১-৪০০) এবং সিভিয়ার (৪০১-৫০০)। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই তথ্য প্রকাশ করে।
দিল্লি-এনসিআর অঞ্চলে দীপাবলির সময়ে বাজি পোড়ানো এবং ফসলের গোড়া পোড়ানোর কারণে বায়ুদূষণ প্রতিবছরেই বাড়তে থাকে – এই বছরেও তেমনটাই হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সুবিধাজনক বায়ুপ্রবাহের অনুপস্থিতির কারণেও বাড়তে পারে দূষণের মাত্রা।
গত ২২ অক্টোবর সিএকিউএম (কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট) গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের আওতায় ‘স্টেজ ২ এমার্জেন্সি অবস্থা’-র ভিত্তিতে দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে।