ফের ভারতীয় সেনার উপর জঙ্গি হামলার ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের সীমান্তঘেঁষা আখনুর সেক্টরে সেনাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় একদল জঙ্গি। দ্রুত পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। গুলি যুদ্ধে অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। লাকা জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৭টা নাগাদ এই জঙ্গি হানার ঘটনা ঘটে। বালতাল এলাকায় তিন জন জঙ্গি আচমকাই সেনার গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সেনাবাহিনীও দ্রুত গোটা এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের খোঁজে জঙ্গলেও তল্লাশি চালানো হচ্ছে। বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে।
গুলমার্গের পর এ বার আখনুরে আক্রান্ত ভারতীয় সেনার গাড়ি। গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালায় একদল জঙ্গি। এক সেনা আধিকারিকের দাবি, এদিন একটি মন্দিরে ঢুকে ফোন করার চেষ্টা করছিল জঙ্গিরা। সেই সময় রাস্তার উপর সেনার গাড়ি নজরে আসতে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। সংখ্যায় তারা ৩ জনই ছিল বলে জানা গিয়েছে। বট্টল জঙ্গল লাগোয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এক দশক পর সদ্য উপত্যকায় বিধানসভা নির্বাচন হয়েছে। নির্বাচনের পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর। গত ২৪ অক্টোবর উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলমার্গের ৬ কিলোমিটার দূরে বারামুল্লায় সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় ২ জন সেনা জওয়ান-সহ ২ জন অসামরিক কর্মী প্রাণ হারান। তার আগে ২০ অক্টোবর গাণ্ডেরওয়ালে হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে ৬ জন পরিযায়ী শ্রমিক এবং ১ জন স্থানীয় চিকিৎসক ছিলেন।
গত শনিবার, ভারতীয় সেনাবাহিনীর রোমিও ফোর্স, পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে পুঞ্চের বালনোই সেক্টরে একটি জঙ্গিদের আস্তানা আবিষ্কার করে।শনিবার, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা নিরীহ মানুষের ক্ষতির প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের নেটওয়ার্ককে ধ্বংস করতে সমস্ত দিক থেকে প্রচেষ্টা চালানো হবে।