বর্ষার শুরুতেই আবার বেহাল অযোধ্যার রাম মন্দির, ধসে গেল রামপথের একাংশ 

অযোধ্যা, ২৭ জুন –  বর্ষার শুরুতেই বেহাল অযোধ্যার রাম মন্দির। বর্ষা শুরুর অল্প বৃষ্টিতেই মন্দির চুঁইয়ে জল পড়ার ঘটনা সামনে এসেছে। এবার ক্ষতিগ্রস্ত হল রামপথও। বুধবার রাতের কয়েক পশলা বৃষ্টির পরই রামপথের একটা বড় অংশ জুড়ে পিচ উঠে যায়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় মেরামতির কাজ। ওই ঘটনার জেরে রাম মন্দিরে যাতায়াতের মূল পথ কার্যত বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা মেরামতির কাজ শুরু করেছে অযোধ্যা জেলা প্রশাসন।

গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের ৬ মাসের মধ্যেই নানা সমস্যার মুখে পড়েছে অযোধ্যার রাম মন্দির। তার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ‘যুদ্ধকালীন তৎপরতা’য় হনুমানগড়ী থেকে রাম মন্দিরগামী সঙ্কীর্ণ পথকে পার্শ্ববর্তী বাড়িঘর ভেঙে চওড়া করেছিল। নাম দেওয়া হয়েছিল ‘রামপথ’। সেই নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। পাঁচ মাসের মাথায় প্রথম বৃষ্টিতেই ধস নামায় সেই রাস্তার ‘মান’ নিয়ে প্রশ্ন উঠে গেল। যদিও মন্দিরের ভিতর জল পড়ার বিষয় নিয়ে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ মিশ্র আশ্বাস দিয়েছেন, সমস্যা মিটে যাবে। তিনি  জানিয়েছেন, মন্দিরের একটি মাত্র তল এখনও পর্যন্ত তৈরি হয়েছে। দ্বিতীয় তল তৈরির কাজ শুরু হয়েছে। বাকি দুটি তলের কথা মাথায় রেখেই একতলার ছাদের কিছুটা অংশ ফাঁকা রাখা হয়েছিল। সেখান থেকেই জল পড়েছে। এ নিয়ে চিন্তার কিছু নেই। অন্যদিকে প্রধান পুরোহিতের বক্তব্য, ভাল করে খতিয়ে দেখা দরকার মন্দিরের নকশায় কোনও গোলমাল আছে কিনা। 
রাম মন্দির উদ্বোধনের সময় থেকেই বিরোধীরা দাবি করেছিল, শুধুমাত্র লোকসভা ভোটের দিকে তাকিয়েই আগেভাগে মন্দির উদ্বোধন করে দেওয়া হচ্ছে। অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে। এখন মন্দির উদ্বোধনের ৬ মাস পরই দেখা যাচ্ছে একের পর এক সমস্যা। গত কয়েকদিন অযোধ্যায় সামান্যই  বৃষ্টি হয়েছে। তাতেই মন্দিরের ছাদ চুঁইয়ে আসা বৃষ্টির জল মন্দিরের মেঝেতে জমে গেছে বলে খবর। এই কারণে বিঘ্ন ঘটে পুজোতেও। এবার অযোধ্যার রামপথের বেহাল দশা প্রকাশ্যে চলে এল।