রবিবার আরও অন্তত ৫০টি বিমানে বোমাতঙ্ক

রবিবারও  ভারতীয় উড়ান সংস্থার বিমানে ভুয়ো বোমাতঙ্কের ঘটনা ঘটল। অন্তত ৫০টি বিমানে এই আতঙ্ক ছড়িয়েছে। বিগত প্রায় দুই সপ্তাহ ধরে একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এই সবগুলোই ভুয়ো বলে জানানো হয়েছে।  এই নিয়ে গত দু’সপ্তাহে ৩৫০টিরও বেশি বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠল।  রবিবার আকাসা এয়ার উড়ান সংস্থার ১৫টি বিমানে ভুয়ো হুমকি এসেছে।  পাশাপাশি ইন্ডিগোর ১৮টি বিমান এবং ভিস্তারার ১৭টি বিমানেও একই ধরনের ভুয়ো হুমকি এসেছে।
পর পর এতগুলি বিমানে বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। একাধিক বিমান বাতিল হয়েছে। কোনওটির যাত্রাপথ বদল হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের সংশ্লিষ্ট উড়ান সংস্থার ‘নো ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে কেন্দ্র।
রবিবারও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কে রামমোহন নাইডু। তিনি জানিয়েছেন, ভুয়ো বোমাতঙ্কে জড়িতদের বিমানে ওঠা পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে। অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত দু’টি আইনে প্রয়োজনীয় সংশোধন করার পরিকল্পনা করছে কেন্দ্র। এছাড়াও ভুয়ো বোমাতঙ্ক বন্ধ করতে একাধিক আন্তর্জাতিক সংস্থা এবং তদন্তকারী সংস্থার সাহায্য নিচ্ছে কেন্দ্র। অভিযুক্তদের জরিমানার কথাও ভাবা হচ্ছে।