• facebook
  • twitter
Friday, 22 November, 2024

চালকের ঘুমেই দুধবাহী ট্যাঙ্কারে বাসের ধাক্কা, মৃত ১৮, জখম ১৯

লখনউ, ১০ জুলাই– সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা৷ সেই দুর্ঘটনায় চলে গেল তরতাজা ১৮ টি প্রাণ৷ খবর পেতেই চারিদিকে ছড়াছডি় মৃতদেহের মাঝেই চলছে প্রাণের খোঁজ শুরু করে দিলেন উদ্ধারকারীর দলরা৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে৷ ঘটনাস্থলে মৃতু্য হয় ১৮ যাত্রীর৷ গুরুতর জখম হয়েছেন আরও ১৯ জন যাত্রী৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷ জানা

লখনউ, ১০ জুলাই– সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা৷ সেই দুর্ঘটনায় চলে গেল তরতাজা ১৮ টি প্রাণ৷ খবর পেতেই চারিদিকে ছড়াছডি় মৃতদেহের মাঝেই চলছে প্রাণের খোঁজ শুরু করে দিলেন উদ্ধারকারীর দলরা৷ উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি দোতলা বাস দুধবাহী ট্যাঙ্কারে ধাক্কা মারে৷ ঘটনাস্থলে মৃতু্য হয় ১৮ যাত্রীর৷ গুরুতর জখম হয়েছেন আরও ১৯ জন যাত্রী৷ তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক৷

জানা গিয়েছে, বিহারের সীতামাডি় থেকে দিল্লি আসছিল ডবল ডেকার বাসটি৷ উত্তর প্রদেশের উন্নাও পার করতেই  লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপরে দুর্ঘটনা ঘটে৷ বাসটি পিছন থেকে ধাক্কা দেয় মিল্ক কন্টেনারে৷ সংঘর্ষের জেরে ভেঙে দুমরে-মুচডে় যায় বাসের সামনের অংশটি৷  সামনের দিকে বসা যাত্রীদের ঘটনাস্থলেই মৃতু্য হয়৷ কমপক্ষে ১৮ জনের মৃতু্য হয়েছে৷ খবর লেখা পর্যন্ত দেহ উদ্ধার চলছে৷

খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক৷ তিনি জানিয়েছেন, উন্নাওয়ের সড়ক দুর্ঘটনায় ১৮ জনের মৃতু্য হয়েছে৷ জখম অন্তত ১৯৷ তাঁদের উন্নাওয়ের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷ এলাকার সমস্ত হাসপাতালকে সতর্ক করা হয়েছে৷ ট্রমা কেয়ার সেন্টারগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ মৃত ও আহতদের অধিকাংশই বিহারের বাসিন্দা৷ সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে৷ গুরুতর জখম হয়েছেন আরও ১৯ জন৷ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পডে়ছিলেন৷

অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বাসটি৷ চালকের তন্দ্রা কাটতেই দেখেন, সামনে কন্টেনার ট্রাক৷ ব্রেক কষারও সুযোগ পাননি তিনি৷ সজোরে ওই ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি৷ মাঝে আরেকটি ছোট গাডি়ও ঢুকে পডে়ছিল৷ সংঘর্ষে সম্পূর্ণ দুমডে় মুচডে় যায় গাডি়টি৷ স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনাস্থলে প্রথমে ছুটে আসেন৷ তারাই উদ্ধারকাজ শুরু করেন৷ পরে পুলিশ-প্রশাসন আসে৷ যাত্রীদের উদ্ধার করতে বাসের সামনের অংশটি কাটা হয়৷