রায়পুর, ২০ মে– ছত্তিশগডে় ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি পিক আপ ভ্যান৷ সোমবার পিপ আপ ভ্যান উলটে মৃতু্য হল ১৮ জন যাত্রীর৷ আহত কমপক্ষে ৮৷ আহতের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ছত্তিশগডে়র কবিরধাম জেলার কুকদুর থানার অর্ন্তগত বাহপানি গ্রামের কাছে যাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পডে় যায়৷ যাত্রী বোঝাই গাডি়টিতে প্রায় সকলেই শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে৷
স্থানীয় একটি জঙ্গল থেকে তেন্দুপাতা সংগ্রহ করে বাডি় ফেরার পথে দুর্ঘটনার কবলে পডে় গাডি়টি৷ ঘটনাস্থলেই যে ১৮ জন মারা যান তাঁদের মধ্যে ১৪ জনই মহিলা৷ ৪ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে৷ কবিরধাম জেলার পুলিশ সুপার অভিষেক পল্লব জানিয়েছেন, আহতদের উদ্ধার কার্যে নেমেছে পুলিশ৷ ছত্তিশগডে়র উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা দুর্ঘটনার খবর পেয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ তিনি লেখেন, “শ্রমিকদের নিয়ে ফেরার সময় একটি পিকভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়৷ এই ঘটনায় শ্রমিকদের মৃতু্য অন্ত্যত দুঃখজনক৷ এই দুর্ঘটনায় যে পরিবার নিজেদের প্রিয়জনদের হারিয়েছে তাঁদের প্রত্যেকে আমার সমবেদনা জানাই৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি৷ রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনার শিকার প্রত্যেক শ্রমিক ও তাঁদের পরিবারের পাশে রয়েছে৷”