তাপদগ্ধ দিল্লিতে ৩ দিনে মৃতু্য ১৫ জনের

দিল্লি, ১৯ জুন– জ্বলন্ত উনুনের ওপর বসে আছে গোটা দেশ৷ তারমধ্যে বেশ কিছু রাজ্যের কিছুটা গরমের হেরফের হলেও মোটামুটি গরমে হাঁসফাঁস সকলেই৷ দিল্লির তাপমাত্রা ছুঁয়েছে ৫০ এর ঘর৷ তীব্র দাবদাহে পুড়ছে দিল্লি ও নয়ডা৷ গত ৭২ ঘণ্টায় রাজধানীতে গরমের কবলে পডে় প্রাণ হারিয়েছেন ৫ জন৷ অন্যদিকে গত ২৪ ঘণ্টাতেই নয়ডায় মারা গিয়েছেন অন্তত ১০ জন৷ গরমে অসুস্থ আরও বহু মানুষ৷
জানা গিয়েছে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন দিল্লির দহনে মৃত মানুষরা৷ মৃতদের অধিকাংশই হিটস্ট্রোকের পাশাপাশি ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্সি অর্থাৎ শরীরে ধাতুর অভাবের মতো সমস্যাতেও আক্রান্ত হয়েছিলেন৷ পাশাপাশি তাঁদের শরীরের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইটকেও ছাপিয়ে গিয়েছিল৷ প্রবল ডিহাইড্রেশনেরও শিকার হয়েছিলেন তাঁরা৷ তিনটি হাসপাতাল থেকে আক্রান্তদের মৃতু্যর কথা জানা গিয়েছে৷ দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল- দুটিতেই একজন করে মারা গিয়েছেন৷ অন্যদিকে লোকনায়ক হাসপাতালে তিনজনের মৃতু্যর খবর সামনে এসেছে৷ রামমনোহর লোহিয়া হাসপাতালে এখনও ৩৬ জন ভর্তি রয়েছেন৷ একই ভাবে নয়ডায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃতু্য হয়েছে৷
প্রসঙ্গত, কেবল দিনের বেলা নয় রাতেও দিল্লির তাপমাত্রা থাকছে খুব বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা ভেঙেছে গত ১২ বছরের রেকর্ড৷ ২০১২ সালের জুনে গডে় ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই ছিল এযাবৎকালের রেকর্ড৷ সেই রেকর্ড ভেঙে গিয়েছে৷ বুধবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রাই ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস৷
তবে এহেন পরিস্থিতিতে আশ্বাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস৷ হাওয়া অফিস জানিয়েছে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পশ্চিমী ঝড়ের কারণে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হতে পারে৷ ফলে মিলতে পারে স্বস্তি৷ তবে তা সাময়িক বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷