ভদোদরা, ১৭ এপ্রিল– দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী গাড়ি৷ গুজরাতের হাইওয়ের এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতু্য হল অন্তত ১০ জনের৷ হাইওয়ের উপর এমন দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটও তৈরি হয়৷
জানা গিয়েছে, বুধবার ভদোদরা থেকে হাইওয়ে ধরে আহমেদাবাদ যাচ্ছিল মারুতি সুজুকি এরটিগা গাড়িটি৷ হাওইয়ে ধরে দ্রুতগতিতে গাড়ি ছুটছিল৷ সেই সময়েই বিপত্তি৷ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে গাড়িটি ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় প্রায় পুরো গাড়িটাই৷ ঘটনাস্থলেই আটজনের মৃতু্য হয়৷ মৃতরা সকলেই ওই গাড়ির যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ৷ নিয়ে যাওয়া হয় দুটি অ্যাম্বুল্যান্স৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্ত্ত হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃতু্য হয় তাঁদের৷ ৯৩ কিলোমিটার দীর্ঘ হাইওয়ের নাদিয়াদ এলাকায় বুধবার দুর্ঘটনাটি ঘটে৷ খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয় বিধায়কও৷
আপনি কি পুরুষালি শক্তি চিরকাল স্থায়ী করতে চান? এটা পান করো
কীভাবে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারল গাড়িটি? প্রাথমিকভাবে অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে আচমকাই ট্রাকটি রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে৷ তার ঠিক পিছনেই দ্রুতগতিতে আসছিল গাড়িটি৷ কিন্ত্ত দাঁড়িয়ে পড়া ট্রাক দেখে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক৷ সোজা গিয়ে ট্রাকে ধাক্কা মারে গাড়ি৷ আপাতত নজরদারি দল মোতায়েন করা হয়েছে ওই হাইওয়েতে৷