বিরল পার্শ্বপ্রতিক্রিয়া ফাঁস হতেই কোভিড প্রত্যাহারের সিদ্ধান্ত অ্যাস্ট্রাজেনেকার

ওয়াশিংটন, ৮ মে– করোনা টিকার ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যখন উদ্বেগে সবাই, সেই সময়ই বড় সিদ্ধান্ত ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার৷ অ্যাস্ট্রাজেনেকার তরফে জানানো হল, তারা গোটা বিশ্ব থেকে তাদের তৈরি কোভিড ভ্যাকসিন তুলে নিচ্ছে৷ বাজারে আর পাওয়া যাবে না অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা৷ এর মধ্যে অন্তর্গত ভারতীয়দের নেওয়া কোভিশিল্ডও৷ অ্যাস্ট্রাজেনেকা সংস্থার তৈরি কোভিশিল্ড যারা নিয়েছিলেন, এই খবর জানার পর তাদের রাতের ঘুম উডে়ছে৷

উল্লেখ্য, অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাক্সজেভরিয়া ভ্যাকসিন প্রয়োগে শরীরে রক্ত জমাট বাধা ও প্লেটলেটের সংখ্যা কমে যাওয়ার মতো ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ ব্রিটেনে কমপক্ষে ৮১ জনের মৃতু্য হয়েছে এই উপসর্গ নিয়ে৷ ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নে এই ভ্যাকসিন ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে৷ ব্রিটেন ও অন্যান্য দেশেও এই ভ্যাকসিন প্রয়োগ বন্ধ করা এবং ভ্যাকসিন প্রয়োগের আবেদন জানানো হয়েছে৷

যদিও সংস্থার দাবি, বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে নয় বাণিজ্যিক কারণেই ভ্যাকসিন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, এর সঙ্গে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও সম্পর্ক নেই৷ অ্যাস্ট্রাজেনেকা সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না৷ এর সাপ্লাই বা বন্টনও করা হচ্ছে না৷ বাণিজ্যিক কারণেই সংস্থা সমস্ত দেশ থেকে করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই অ্যাস্ট্রাজেনেকার রিপোর্টে স্বীকার করে নেওয়া হয় যে তাদের সংস্থার তৈরি করোনা টিকা নেওয়ার পরে বিরল কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম নামক এক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে, যেখানে শরীরে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বেঁধে যাচ্ছে৷ এই পার্শ্বপ্রতিক্রিয়া অতি ভয়ঙ্কর, এর জেরে হার্ট অ্যাটাক অবধি হতে পারে, মানুষের প্রাণও যেতে পারে৷ যদিও ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়ার সঙ্গে বাজার থেকে ভ্যাকসিন তুলে নেওয়ার কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছে অ্যাস্ট্রাজেনেকা৷ তাদের কথায়, এটি সম্পূর্ণভাবেই ‘কাকতালীয় ঘটনা’৷