• facebook
  • twitter
Sunday, 6 April, 2025

যমুনা বক্ষে বিলীন মনমোহন, রবিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জন

অস্থি বিসর্জনের আগে গুরুদ্বারে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। হুইলচেয়ারে গুরুদ্বারে আসেন মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অস্থি বিসর্জন করা হল যমুনায়। রবিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার তাঁর অস্থি নিয়ে যমুনা নদীর তীরে অবস্থিত গুরুদ্বার মজনু কা টিলায় যান। দিল্লির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখ তীর্থস্থানগুলির মধ্যে একটি হল এটি। অস্থি বিসর্জনের আগে গুরুদ্বারে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। হুইলচেয়ারে গুরুদ্বারে আসেন মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর।

শনিবার নিগম বোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। রাজ্যসভার সাংসদ বিক্রমজিৎ সিং সাহনি বলেন, রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অস্থি যমুনায় বিসর্জন করা হয়েছে। তার আগেত গুরুদ্বার মজনু কা টিলায় তাঁর অস্থি রাখা হয়েছিল। গুরুদ্বারে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। যমুনায় অস্থি বিসর্জনের পর পরিবারের সদস্যরা প্রার্থনার জন্য গুরুদ্বারে যান।

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অন্যান্যরা মনমোহন সিংয়ের শেষযাত্রায় উপস্থিত ছিলেন। শেষকৃত্যের আগে কংগ্রেসের সদর দপ্তরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে সহ কংগ্রেসের বড় নেতারা।

রাহুল গান্ধীও প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ কাঁধে নিয়েছিলেন। মনমোহনের বড় মেয়ে উপিন্দর সিং অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রজ্বলন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। মরিশাসেও প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে পতাকা অর্ধনমিত করা হয়েছে।

ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জন্য জায়গা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে একথা জানিয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে।

News Hub