• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন

তিনি এদিন ভোটের নির্ঘন্ট ঘোষণার সময় বলেন, 'আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন হবে। মাত্র একদফাতেই ভোট গ্রহণ করা হবে। ৮ ফেব্রুয়ারি ভোটগণনা করা হবে।'

রাজীব কুমার। ছবি: আইএএনএস

মঙ্গলবার দিল্লির বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি একদফাতেই অনুষ্ঠিত হচ্ছে দিল্লি বিধানসভার নির্বাচন। এবং আগামী ৮ ফেব্রুয়ারি ভোটগণনা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সদর দপ্তরে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

তিনি এদিন ভোটের নির্ঘন্ট ঘোষণার সময় বলেন, ‘আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন হবে। মাত্র একদফাতেই ভোট গ্রহণ করা হবে। ৮ ফেব্রুয়ারি ভোটগণনা করা হবে।’ তিনি আরও বলেন, আগামী ১০ জানুয়ারি ভোটের বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৭ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ধার্য করা হয়েছে। এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

নির্বাচন কমিশনার জানিয়েছেন, দিল্লিতে মোট ৭০টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যার মধ্যে ১২টি কেন্দ্র তফসিল সংরক্ষিত কেন্দ্র। রাজধানীতে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ। যার মধ্যে দুই লক্ষ ৮ হাজার ভোটার এবারই প্রথম ভোট দেবেন।