• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

গভীর রাতে কেঁপে উঠল অসম, রিখটার স্কেলে মাত্রা ৫

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও।

প্রতীকী চিত্র

দিন কয়েক আগেই কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গ। এবার ভূমিকম্প পার্শ্ববর্তী রাজ্য অসমে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টো ২৫ নাগাদ ভূ-কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও। মাটির ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। মাঝরাতে ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘুমোচ্ছিলেন। ফলে বিষয়টি সেভাবে অনেকেই টের পাননি। ভূমিকম্পের জেরে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ কলকাতা এবং দক্ষিণবঙ্গে ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলেমিটার গভীরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.১। গত সপ্তাহে কেঁপে ওঠে দিল্লি। ঘণ্টা তিনেকের মধ্যে ভূমিকম্প হয় বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে। ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। কেন এত ভূমিকম্প হচ্ছে তার নির্দিষ্ট ব্যাখ্যা মিলছে না।