মুম্বই, ১২ ফেব্রুয়ারি– হাত শিবির বেজায় বেকায়দায়৷ যেভাবে একের পর এক নেতা-কর্মীদের দল ছাড়ার প্রতিযোগীতা শুরু হয়েছে তাতে ভবিষ্যতে দলে হাতে গুনতি লোক পাওয়া যাবে মনে করছেন রাজনীতিক বিশেষজ্ঞরা৷ এই যেমন
দুয়ারে চব্বিশের লোকসভা নির্বাচন৷ আর তারই মাঝে একের পর এক ধাক্কা কংগ্রেসে৷ দলের হাত ছেড়ে দিচ্ছেন শীর্ষ স্থানীয় নেতৃত্বরা৷ গতমাসে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা কংগ্রেস ছেডে় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল শিবসেনায় যোগ দিয়েছেন৷ এবার দল ছাড়লেন আরও এক কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ৷
মহারাষ্ট্রের রাজনীতি এখন যেন থ্রিলার সিনেমার টান-টান গল্প৷ কিছুদিন আগেই দেখা যায় শিবসেনার ভাঙণ৷ তারপর অজিত পওয়ারের বিদ্রোহ৷ আর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ত্যাগ৷ সোমবার, কংগ্রেস থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা অশোক চহ্বাণ৷ বর্তমানে তিনি সাংসদ পদে রয়েছেন৷ কংগ্রেস ছাড়লেও, সাংসদ পদে ইস্তফা দেবেন কিনা, সেই বিষয়টি স্পষ্ট নয়৷ সামনেই লোকসভা নির্বাচন, তারপর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন৷ তার মাত্র কয়েক মাস আগে, এই ঘটনা কংগ্রেস তথা মহা বিকাশ আগারি জোটের পক্ষে নিঃসন্দেহে বড় ধাক্কা৷
যদিও ঠিক কী কারণে কংগ্রেস ছাড়লেন তা নিয়ে মুখ খোলেননি অশোক৷ তবে লোকসভায় প্রার্থী নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলের সঙ্গে অশোকের বেশ কয়েকদিন ধরে মতান্তর চলছিল৷ আর সেই কারণেই তাঁর দলত্যাগ বলে মনে করছে কংগ্রেসের একাংশ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে, লোকসভা নির্বাচনে শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং এনসিপি (শরদ পওয়ার)-এর সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্তে, অনেক কংগ্রেস নেতাই অসন্ত্তষ্ট৷ তারমধ্যে অশোক চহ্বানও একজন৷
এদিন প্রথমে বিধানসভার স্পিকার রাহুল নারওয়েকরের সঙ্গে দেখা করেন অশোক চহ্বাণ৷ তারপর, মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেকে চিঠি দিয়ে তাঁর দলত্যাগের কথা জানান৷ গত কয়েকদিনে প্রথমে মিলিন্দ দেওরা, তারপর বাবা সিদ্দিকি কংগ্রেস ত্যাগ করেছেন৷ মিলিন্দ যোগ দিয়েছেন একনাথ শিন্ডের শিবসেনায়৷ আর বাবা সিদ্দিকি গিয়েছেন অজিত পওয়ারের এনসিপি-তে৷ শোনা যাচ্ছে অশোক চহ্বাণও শিগগিরই তিনি বিজেপিতে যোগ দেবেন৷
তবে চহ্বান এখনো কোন দলে যাচ্ছেন না জানালেও তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা বাডি়য়ে দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘অন্যান্য দলের অনেক নেতারাই বিজেপিতে যোগ দিতে মুখিয়ে আছেন৷ আগে আগে দেখিয়ে হোতা হ্যা কেয়া৷’ সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে বিজেপির সমর্থনে মহারাষ্ট্র থেকে রাজ্যসভা প্রার্থী হতে চলেছেন তিনি৷
প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন অশোক৷ তাঁর বাবা শঙ্কররাও চহ্বাণও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন৷ মুখ্যমন্ত্রী ছাড়াও দলীয় সংগঠনে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলিয়েছেন অশোক৷ মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি৷