দিল্লি, ২ ফেব্রুয়ারি– শুক্রবারও ইডি দফতরে হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে আরও এক বার তাঁকে তলব করেছিল ইডি৷ আপের বক্তব্য, লোকসভা ভোটের আগে গ্রেফতার করার উদ্দেশ্যেই বার বার সমন পাঠানো হচ্ছে তাঁকে৷
আপ সূত্রে খবর, এ দিন চণ্ডীগড় পুরনিগমের মেয়র নির্বাচনে ‘কারচুপি’র অভিযোগ তুলে দিল্লিতে বিজেপির সদর দফতরে বিক্ষোভ দেখাবে তারা৷ সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান৷
এর আগে চার বার সমন পেয়েও যাননি কেজরিওয়াল৷ মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের প্রচারে থাকার কারণে প্রথম বার ইডির দফতরে হাজিরা দেননি তিনি৷ এর পর কখনও অন্য কাজ থাকার কথা, কখনও ১০ দিনের উপাসনায় যোগ দেওয়ার কথা জানিয়ে সমন এডি়য়ে গিয়েছেন আপ প্রধান৷ তিনি এ-ও অভিযোগ করেন যে, তাঁকে ‘বেআইনি ভাবে’ সমন পাঠানো হয়েছে৷ লোকসভা নির্বাচনের আগে এটা ‘কৌশল’ বলেও দাবি করেন তিনি৷ ইডির পদক্ষেপের নেপথ্যে ‘রাজনৈতিক প্ররোচনা’ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷
প্রসঙ্গত, এখন পর্যন্ত আপের দুই প্রবীণ নেতা মণীশ সিসৌদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহ তিহাডে় রয়েছেন৷ অভিযোগ, দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল৷ এই নীতি প্রণয়নের জন্য যাঁরা ঘুষ দিয়েছিলেন, তাঁদের সুবিধা করে দিচ্ছিল৷ আপ সরকার সেই অভিযোগ মানেনি৷ সেই নীতি পরে খারিজ করা হয়৷