তিনটি প্রতিশ্রুতি পালন করতে পারেননি, স্বীকার কেজরিওয়ালের

ছবি: আই এ এন এস

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। প্রস্তুতি ও প্রচার চলছে জোরকদমে। ইস্তেহার প্রকাশ করে একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা অরবিন্দ কেজরিওয়ালের গলায় শোনা গেল আত্মসমালোচনার সুর। দিল্লিবাসীকে দেওয়া তিনটি প্রতিশ্রুতি পালন করতে পারেননি, এমনটাই বলেছেন কেজরিওয়াল। তবে তাঁর দল ক্ষমতায় ফিরলে তিনি এই তিনটি কাজ সবার আগে গুরুত্বের সঙ্গে করবেন বলে কেজরিওয়াল কথা দিয়েছেন।

ভোটপ্রচারে গিয়ে আপ প্রধান এক জনসভায় বলেন, আমি তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু তা পূরণ করতে পারিনি। প্রথমত, যমুনা নদী পরিষ্কার করা। দ্বিতীয়ত, দিনের ২৪ ঘণ্টাই পরিশ্রুত পানীয় জল সরবরাহ। আর তৃতীয়ত, দিল্লির রাস্তাগুলি ইউরোপের রাস্তার মানে তৈরি করা। কেজরিওয়ালের সাফ বক্তব্য, হয় আমি প্রতিশ্রুতি পূরণ করব না হয় আমি মনে করিয়ে দেব সকলকে যে কোন কোন বিষয়ে প্রতিশ্রুতি দিয়েও আমি রাখতে পারিনি।

বিরোধীরা মাঝেমধ্যেই কেজরিওয়ালকে আক্রমণ করতে গিয়ে তাঁর প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। এ বার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই সেই প্রতিশ্রুতি পূরণ না করতে পারার ব্যর্থতার কথা বললেন। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী ৫ বছরের মধ্যে দিল্লি সরকার এই তিনটি প্রতিশ্রুতিই পূরণ করবে।


দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত প্রথম থেকে যমুনা নদী ও দিল্লির দূষণ নিয়ে কেজরিওয়াল সরকারের সমালোচনা করছেন। তাঁর কথায়, দিল্লির দূষণ এবং যমুনা নদীর দূষণের জন্য দায়ী আপ সরকার। মনে করা হচ্ছে, প্রতিশ্রুতি না রাখতে পারার কথা স্বীকার করে আদতে মানুষের মন রাখার চেষ্টা করলেন আপ সুপ্রিমো কেজরিওয়াল।