• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আরএসএস ও বিজেপির সমন্বয়ের দায়িত্ব পেলেন অরুণকুমার 

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপির সমন্বয়ের দায়িত্ব থেকে সরে গেলেন কৃষগােপাল। তাঁর জায়গায় গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ এই দায়িত্বভার পেলেন অরুণকুমার।

অরুণকুমার (Photo: Twitter | @sameerpatel13)

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপির সমন্বয়ের দায়িত্ব থেকে সরে গেলেন কৃষগােপাল। তাঁর জায়গায় গেরুয়া শিবিরের গুরুত্বপূর্ণ এই দায়িত্বভার পেলেন অরুণকুমার। 

সূত্রের খবর, কৃষ্ণগােপালের শারীরিক অবস্থা বিশেষ ভাল নয়। তাই তিনি দায়িত্ব থেকে সরে গেলেন। গুরুত্বপূর্ণ পরিবর্তন বাংলা তথা পূর্ব ভারতে সংঘের সংগঠনেও। এখানে ক্ষেত্রীয় প্রচারক পদ থেকে অখিল ভারতীয়-সহ সম্পর্ক প্রমুখের দায়িত্বে নিয়ে যাওয়া হল প্রদীপ যােশীকে। তাঁর নতুন কর্মস্থল চন্ডীগড়। 

পূর্ব ভারতের নতুন ক্ষেত্র প্রচারক হলেন রমাপদ পাল। তাঁর জায়গায় সহ ক্ষেত্র প্রচারক হলেন জলধর মাহাতাে, ছিলেন দক্ষিণ প্রান্ত প্রচারকের দায়িত্বে। দক্ষিণবঙ্গের সহ প্রান্ত প্রচারক থেকে প্রান্ত প্রচারক পদে উন্নীত হলেন প্রশান্ত ভট্ট। মধ্যপ্রদেশের চিত্রকূটে সংঘের অখিল ভারতীয় প্রান্ত প্রচাক বৈঠকের তৃতীয় দিনের শেষে রবিবার গৃহীত হয়েছে এই সিদ্ধান্ত। 

জানা গিয়েছে, প্রতি বছরই এই বৈঠক হয়। বৈঠকে ছিলেন সংঘ প্রধান মােহন ভগবত, দত্তাত্রেয় হসবলে-সহ আরএসএসের আরও গুরুত্বপূর্ণ সদস্যরা। আগামী বছরেই উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্যে নির্বাচন। তার আগে রণকৌশল নিয়ে ওই বৈঠকে আলােচনা হয় বলেই শােনা গিয়েছে। ভােটের আগে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।