• facebook
  • twitter
Wednesday, 16 April, 2025

আগামী দিনে শত্রু রুখবে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষায় নয়া দিশার ঘোষণা রাজনাথের

শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে দেশের সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ‘দিশা’ দেখাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

আগামী দিনে পরমাণু যুদ্ধের চেয়েও বেশি কার্যকর হয়ে উঠতে চলেছে সাইবার যুদ্ধ। শত্রুপক্ষের সেই সাইবার হানাদারি রুখতে না পারলে কয়েক মুহূর্তেই ধসে যেতে পারে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা।হালফিলের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তার প্রমাণ মিলেছে। 

ক্ষেপণাস্ত্র নয়, সেই সাইবার হানাদারি রোখার হাতিয়ার একটাই— কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স)। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে দেশের সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ‘দিশা’ দেখাবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

প্রতিরক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। দেশে এমন কর্মসূচি এই প্রথম।