শ্রীনগর, ২২ জুলাই – সেনা-জঙ্গি গুলি বিনিময়ে ফের উত্তপ্ত উপত্যকা৷ দুই সপ্তাহের মাথায় ফের রাজৌরিতে শুরু হয়েছে এনকাউন্টার৷ সোমবার ভোরে রাজৌরি জেলার গুন্ধা এলাকার সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা৷ নিরাপত্তা বাহিনী সতর্ক থাকায় তা ব্যর্থ হয়৷ তারপরেই সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে প্রবল গুলিবিনিময় হয়৷ এই ঘটনার জেরে আহত হয়েছেন একজন সেনা জওয়ান ।
সেনা সূত্রে খবর, সোমবার ভোর চারটে নাগাদ গুন্ধা এলাকায় একটি সেনা চৌকিতে গুলি চালায় জঙ্গিরা৷ পালটা গুলি চালায় ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা ৷ আহত হন এক সেনা জওয়ান৷ যদিও উপত্যকার কিছু অসমর্থিত সূত্রে খবর, হামলায় একজন জওয়ান এবং একজন সাধারণ ব্যক্তি আহত হয়েছেন ৷
সেনা আধিকারিক জানিয়েছেন, প্রচুর অস্ত্র-সমেত চার জঙ্গিকে আটক করা হয়েছে। অসমর্থিত সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যে এক জঙ্গি নিহত হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি । একজন শীর্ষ সেনা কর্মকর্তা জানিয়েছেন, ‘‘জঙ্গিরা ভিডিসি বা ভিলেজ ডেভেলপমেন্ট কর্পোরেশনে হামলার উদ্দেশ্যে এসেছিল ৷ সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ করায় তা ব্যর্থ হয় ৷ ফলে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে ৷’’
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে গত কয়েক মাস ধরে ক্রমশই বেড়ে চলেছে জঙ্গি হামলার ঘটনা৷ জঙ্গিদের মোকাবিলা করতে বেড়েছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান ৷৭ জুলাইয়েও রাজৌরি জেলার মানজাকোট এলাকায় সেনা ক্যাম্পের কাছে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলিবিনিময় হয়, আহত হন এক সেনা জওয়ান ।