• facebook
  • twitter
Monday, 17 March, 2025

হাসপাতাল থেকে ছাড়া পেলেন এআর রহমান

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান। শনিবার রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান। শনিবার রাতে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এআর রহমানের মুখপাত্র জানান, শনিবার অসুস্থতা অনুভব করছিলেন রহমান। সেই কারণেই চেকআপের জন্য হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েন এআর রহমান। রমজানের উপবাসের কারণেই অস্বস্তি অনুভব করছিলেন তিনি। হাসপাতালের সিইও রবিবার জানান, এআর রহমান খুব ভালো আছেন। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরেছিলেন এআর রহমান। তখন থেকেই শরীরে অস্বস্তির কথা জানাচ্ছিলেন তিনি। মনে করা হচ্ছে, রমজানের উপবাসের সঙ্গেই দীর্ঘ পথযাত্রার ধকলে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। সঙ্গীত পরিচালকের খবর নেন এমকে স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এক্স হ্যান্ডলে লেখেন, ‘এআর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জেনেই আমি চিকিৎসকদের ফোন করি। তাঁরা আশ্বস্ত করেছেন, সঙ্গীত পরিচালক আপাতত বিপন্মুক্ত।’