আচমকা বুকে ব্যথা। হাসপাতালে ভর্তি করা হল সঙ্গীতশিল্পী এআর রহমানকে। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সূত্রের খবর, বুকে ব্যথা অনুভব করছিলেন অস্কারজয়ী এই শিল্পী। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে পরিবারের তরফে হাসপাতালে ভর্তি করা হয় ৫৮ বছর বয়সি রহমানকে। হাসপাতালের বুলেটিনের অপেক্ষা করছেন এআর রহমানের ভক্তরা। সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে হাসপাতালে যাওয়া হয়। চিকিৎসকরা ইসিজি-সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। হাসপাতালের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে।