উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটকে নিঃশর্ত সমর্থন আপের

লখনউ, ১৩ এপ্রিল– উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটকে নিঃশর্ত সমর্থনে এগিয়ে এল আম আদমি পার্টি৷ আপ নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করেন৷ সেখানেই তিনি পরিষ্কার করে দেন, এই সমর্থনের জন্য কোনও শর্ত বা দাবি তাঁরা রাখছেন না৷ এদিন একথা জানাতে গিয়ে বলেন, এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে ‘স্বৈরাচারী সরকার’৷ তাকে সরিয়ে গণতন্ত্রকে রক্ষা করতে হবে৷ তাই আপ উত্তরপ্রদেশের ইন্ডিয়া জোট প্রার্থীকে সম্পূর্ণ সমর্থন করবে৷ আমাদের ভূমিকা কী হবে এবং কীভাবে আমরা প্রচারে অংশ নেব, সেটা ঠিক হবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করার পরই৷ সমাজবাদী পার্টির প্রার্থীদের আমরা সম্পূর্ণ সমর্থন করব৷’ প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল ইডি৷ এমাসের গোড়াতেই জামিন পেয়েছেন তিনি৷ এই পরিস্থিতিতে এদিনের সভায় তাঁকে বলতে শোনা যায়, ‘এবারের নির্বাচন স্বাভাবিক নির্বাচন নয়৷ গণতন্ত্রকে রক্ষা করার, স্বৈরাচারকে শেষ করে সংবিধানকে রক্ষা করার নির্বাচন৷ আমরা উত্তরপ্রদেশে একসঙ্গে লড়ব৷ সমাজবাদী পার্টির প্রার্থীর হয়েই আমাদের দল প্রচারে অংশ নেবে৷’
এদিন বিজেপি তথা মোদি সরকারকে কাঠগড়ায় তুলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রসঙ্গ তুলতে দেখা যায় সঞ্জয়কে৷ বলতে শোনা যায়, ‘যদি কোনও রাজনীতিক জেতেন, তিনি এমন কৌশল অবলম্বনই করবেন না যেটা আমাদের প্রধানমন্ত্রী এখন করছেন৷ বিরোধীদের ভুয়ো মামলায় ফাঁসিয়ে জেলে ভরছেন৷’