দিল্লি, ১৬ মার্চ – বিজেপিতে যোগ দিয়ে লোকসভা ভোটের আগে বড় চমক দিলেন জনপ্রিয় গায়িকা অনুরাধা পাড়ওয়াল। আনুষ্ঠানিকভাবে বিজেপির দিল্লির দপ্তরে শনিবার যোগ দেন তিনি। তবে বেশ কিছুদিন ধরেই দিল্লির রাজনৈতিক মহলে তাঁর বিজেপিতে জন্য নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হল।শনিবার দুপুরে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আগেই বিজেপির দফতরে পৌঁছে অনুরাধা পাড়ওয়াল দলে যোগ দেন । এরপরেই সাংবাদিকদের জানান, ‘সনাতন’-এর সঙ্গে তাঁর যোগ দীর্ঘ দিনের। যে দলে যোগ দিচ্ছেন, তাদেরও ‘সনাতন’-যোগ গভীর।
নব্বইয়ের দশকে ভক্তিগীতি গেয়ে খ্যাতির শিখরে ছিলেন অনুরাধা। তাঁর উত্থান ভক্তিমূলক গান থেকে। আট ও নয়ের দশকে বলিউডে চুটিয়ে কাজ করেছেন অনুরাধা। টি সিরিজ কর্তা গুলশন কুমারের হাত ধরে হিন্দি সিনেমার গানে কন্ঠ দেন শিল্পী। ‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘সড়ক’, ‘সাজন’-এর মতো ছবিতে গান গেয়ে জনপ্রিয়তার শীর্যে পৌঁছে যান অনুরাধা। কুমার শানু, উদিত নারায়ণের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট গান গেয়েছেন শিল্পী।
রাজনীতিতে যোগ দিয়ে সাধারণ মানুষের আরও কাছাকাছি যেতে চান তিনি। বহু হিন্দি ছবিতেও গান গেয়েছেন । শনিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘আমি খুশি, যে দলে যোগ দিচ্ছি, সনাতনের সঙ্গে তাদের সম্পর্ক গভীর। আমার সৌভাগ্য যে বিজেপিতে যোগ দিচ্ছি।’’ লোকসভা ভোটের আগে যোগ দিলেন বিজেপিতে। লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন ? এই প্রশ্নের জবাবে অনুরাধা বলেন, ‘‘আমি জানি না। দল যা পরামর্শ দেবে তাই হবে ।’’
কর্নাটকের কোঙ্কনি পরিবারে ১৯৫২ সালে জন্ম অনুরাধার। নাম ছিল অলকা নাদকার্নি। ১৯৭৩ সালে তাঁর গানের কেরিয়ার শুরু। ছবির পাশাপাশি ভক্তিগীতি, ভজনও গেয়েছেন তিনি। এখন তাঁর বয়স ৬৯ । ১৯৬৯ সালে সঙ্গীত শিল্পী অরুণ পাড়োয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান, আদিত্য ও মেয়ে কবিতা। কয়েক বছর আগে প্রয়াত হন তাঁর ছেলে আদিত্য। তার আগে ১৯৯১ সালে প্রয়াত হন অনুরাধার স্বামী অরুণ পাড়োয়াল। বেশ কিছুদিন ধরেই গান গাইছিলেন না শিল্পী। এবার অনুরাধা বিজেপির হাত ধরে যোগ দিলেন রাজনীতিতে।
বিজেপিতে যোগ দিয়ে অনুরাধা পাড়ওয়াল বলেন, ” অনেকদিন ধরেই ভাবছিলাম রাজনীতিতে আসব কিনা। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। এতদিন ধরে মানুষের হয়ে গান গেয়েছি। এস বার তাঁদের হয়ে কাজ করব।”
এদিকে অনুরাধার যোগদানের কিছুক্ষণ আগেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন অজয়প্রতাপ সিংহ। তিনি মধ্যপ্রদেশ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ। অজয় জানিয়েছেন, আবার প্রার্থী হতে না পেরেই তাঁর এই সিদ্ধান্ত।