ফের দুর্ঘটনার কবলে ট্রেন, লাইনচ্যুত হল আটটি বগি। অসমের দিবালং স্টেশনের কাছে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস বিকেল ৪টে নাগাদ লাইনচ্যুত হয়। রেলসূত্রে খবর, ট্রেনটি বৃহস্পতিবার সকালে আগরতলা ছেড়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়। দুপুর ৩টে ৫৫ মিনিটে লুমডিং ও বদরপুর হিল সেকশনের কাছে ঘটনাটি ঘটে। হ্যান্ডেলে পোস্ট করে দুর্ঘটনা সম্পর্কে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের সিপিআরও জানিয়েছেন, কোনও হতাহতের বা বড় ধরনের আহত হওয়ার খবর নেই।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের সিপিআরও জানিয়েছেন, ইঞ্জিন, পাওয়ার কার-সহ মোট ৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী ট্রেন। পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ কর্তারা। লুমডিং-বদরপুর লাইনে সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। সেগুলি হল, ০৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬ ।
কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়ে বাগমতী এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে যায় ৬টি কোচ। এসি কোচে আগুনও ধরে যায়। বারবার ট্রেন দুর্ঘটনা ঘটে চলায় যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে।