ফের রাজস্থানের কোটায় উদ্ধার হল পড়ুয়ার দেহ। বৃহস্পতিবার ওই প ড়ুয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নতুন বছরের শুরুতেই ২ পড়ুয়ার মৃত্যু নিয়ে উদ্বেগ বাড়ে কোটা য়। তার কয়েকদিনের মধ্যেই ফের মৃত্যু। ১৭ দিনের মধ্যে ৩ জনের আত্মহত্যার ঘটনায় আবার প্রশ্ন উ ঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে কোটায় পড়াশুনোর জন্য এসেছিলেন ওই পড়ুয়া। বিজ্ঞান নগরে একটি বা ড়িতে পেয়িং গেস্ট হিসাবে থাকতে ন ওই নিট পড়ুয়া। বাড়ির মালিকই প্রথম ওই পড়ুয়ার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কী কারণে আত্মহত্যা, তা জানার চেষ্টা করছেন তদন্তকা রীরা। পরিবারের লোকজন, কোচিং সে ন্টার এবং সহপাঠীদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। ঘর থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি।
মৃত পড়ুয়া পড়াশোনা নিয়ে কো নওরকম চাপে ছিলেন কি না বা তাঁর মধ্যে অন্য কোনও রক ম অস্বাভাবিকতা ধরা পড়েছিল কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে বছরের শুরুতেই পর পর আত্ মহত্যার ঘটনায় আবার প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।
প্রশ্ন উঠছে, কোটায় আত্মহত্যা রু