• facebook
  • twitter
Friday, 25 April, 2025

কলকাতায় করােনা আক্রান্ত ব্রিটেন ফেরত আরও এক

কলকাতায় ব্রিটেন ফেরত আরও এক ব্যক্তির শরীরে মিলল করােনা ভাইরাস। যদিও ব্রিটেনের সুপার সংক্রমক স্টেনে এই ব্যক্তি এখনও আক্রান্ত কিনা তা জানা যায়নি।

প্রতিকি ছবি (File Photo: AFP)

কলকাতায় ব্রিটেন ফেরত আরও এক ব্যক্তির শরীরে মিলল করােনা ভাইরাস। যদিও ব্রিটেনের সুপার সংক্রমক স্টেনে এই ব্যক্তি এখনও আক্রান্ত কিনা তা জানা যায়নি। ওই ব্যক্তির নমুনা ট্রপিক্যালের মাধ্যমে কল্যাণীর কাছে অবস্থিত কেন্দ্রের জেনেটিক সিকুয়েন্সিং সংক্রান্ত প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়ােমেডিকেল জেনােমিক্সে’ পাঠানাে হয়েছে।

ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রিটেন থেকে যারা ফিরেছেন তাদের বাড়ি গিয়ে। নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। এ রকমই নমুনা পরীক্ষাতে ব্রিটেন থেকে ফেরত ওই ব্যক্তির করােনা আক্রান্তের কথা জানা যায়।

উল্লেখ্য, এর আগে এক স্বাস্থ্য কর্তার ব্রিটেন ফেরত পুত্রের শরীরেও মিলেছিল। করােনার নতুন ট্রেন তাকে কলকাতার মেডিকেল কলেজের আইসােলেশনে রাখা হয়েছে।