কলকাতা:- পূর্ব রেলওয়ে পরিকাঠামো ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ। রেল ট্র্যাক থেকে শুরু করে ট্রেন, সবেতেই চলছে কড়া নজরদারি। এই যেমন, কিছুদিন আগেই ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে পাটনা পর্যন্ত চালু হয়েছে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। দেশের বিভিন্ন প্রান্তে চালু হয়েছে সেমি হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত’। ট্রেন প্রেমী এবং ভ্রমণ প্রেমী মানুষজনদের জন্য অনেকটাই সুবিধা করে দিয়েছে। খুব শীঘ্রই রাঁচি থেকে হাওড়া পর্যন্ত ছুটতে চলেছে বন্দে ভারত ট্রেন। প্রকাশ্যে এল ট্রেনের টাইম টেবিল ও রুট। ট্রেনটি শুরু হলে রাঁচি এবং হাওড়ার মধ্যে যোগাযোগ যেমন বাড়বে, তেমনই মানুষের যাত্রার সময় আরো কমবে। সূত্রের খবর, এই প্রসঙ্গে রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ জানিয়েছেন, দুর্গাপুজোর আগে রাঁচি হাওড়া বন্দে ভারত ট্রেন চালু করা হবে। রেলমন্ত্রকের তরফ থেকে সময়সূচীও জানিয়ে দেওয়া হবে শীঘ্রই। যারা ব্যবসার কারণে বা পড়াশোনার কারণে রাঁচি-কলকাতা যাতায়াত করেন, তাদের যাত্রা আরো সহজ হবে। সেকেন্দ্রাবাদে ভারতীয় রেলওয়ে টাইম টেবিল কমিটির একটি বৈঠক আয়োজিত হয়েছিল। যেখানে টাইম টেবিল এবং রুট সম্পর্কে আলোচনা করা হয়। রাঁচি হাওড়াগামী এই ট্রেনটি রাঁচি থেকে বোকারো, ধানবাদ এবং আসানসোল হয়ে হাওড়া যাবে। শুধু রাঁচি নয়, বোকারো ও ধানবাদের যাত্রীরাও সহজে হাওড়া যেতে পারবেন এবং ধানবাদ ও বোকারো থেকে রাঁচিতে আসা আরও সুবিধাজনক হবে। এক বছরেরও বেশি সময় ধরে হাটিয়া থেকে দুর্গ পর্যন্ত একটি সাপ্তাহিক ট্রেন চালানো হচ্ছে। এর ভাড়াও স্বাভাবিকের চেয়ে ৩০% বেশি। তবে রিপোর্ট অনুযায়ী, ট্রেনটি ভালো সাড়া পাওয়ায় এটিকে স্থায়ীভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ের টাইম টেবিল কমিটি। স্থায়ী হওয়ার পরে, ট্রেনের ভাড়াও ৩০% হ্রাস পাবে বলে সূত্রের খবর।