কলকাতা:- রাজনীতিতে যখন সাংসদ নুসরাত জাহানকে নিয়ে তোলপাড়, ঠিক সেই সময়ই ইডি প্রসঙ্গে এবার উঠে এল আরও এক টলি অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নাম। এই বিজেপি সাংসদের বিরুদ্ধে এবার ইডি দফতরে অভিযোগ দায়ের করলেন শাসকদলের এক প্রভাবশালী নেত্রী বিধাননগরের তৃণমূলের মেয়র পরিষদ তুলসী সিনহা রায়। লকেটের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে নিজেকে সমাজকর্মী ও আইনজীবী হিসেবে উল্লেখ করেছেন মেয়র পরিষদ। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর অভিযোগ, রোজ ভ্যালি সংস্থা থেকে প্রচুর টাকাকড়ি লাভ করেছেন বিজেপি সাংসদ লকেট। সেই সংক্রান্ত তথ্যও ইডির হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন তুলসী সিনহা রায়। যেহেতু, ইডি রোজ ভ্যালি দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে, তাই এই কেন্দ্রীয় সংস্থার কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন বিধাননগরের মেয়র পরিষদ। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর এরূপ অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, চিটফান্ডে সবথেকে বেশি সুবিধা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবার। সেটা তাঁদেরই একজন মুখপাত্র জানিয়েছেন। চিটফান্ড থেকে সুবিধা নিয়ে তাঁদের দলের মন্ত্রী, বিধায়ক জেলে গিয়েছেন। তৃণমূল দলটা চোর ডাকাতে ভরে গিয়েছে। অন্যদিকে, তুলসী সিনহা রায় বলে, একটা নিরপেক্ষ তদন্তর জন্য ইডি-র দফতরে গিয়েছিল। সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজ ভ্যালির বেনেফিশিয়ারি। এই ব্যাপারে নিরপেক্ষ তদন্ত চাই। সেই কারণে আবেদন জমা দিয়ে গেছিলেন।