মুম্বই, ১৩ মে– তিনি না থাকলে কেজরির দিল্লির মসনদে বসা যে হত না তা একবাক্যে স্বীকার করে গোটা রাজনীতিক জগত৷ যদিও বলা হয় নিজের গুরু অন্না হাজারের পিঠে ছুরা মেরেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী৷ সেই কারণে হোক বা অন্য কারণে শিষ্য কেজরির প্রতি গুরু অন্না যে বিরক্ত তা বারবার বোঝা গিয়েছে অন্নার মন্তব্যেই৷ সেই ধারাই বজায় রেখে দেশজুড়ে চতুর্থ দফার নির্বাচন চলাকালীন ফের একবার শিষ্য অরবিন্দ কেজরিওয়ালকে নিশানায় নিলেন ‘গুরু’ আন্না হাজারে৷ কেজরিওয়ালের বিরুদ্ধে দেশবাসীকে বার্তা দিয়ে জানালেন, ‘এমন কাউকে ভোট দেবেন না যার গায়ে দুর্নীতির দাগ৷ যার বিরুদ্ধে ইডি তদন্ত করছে৷’ শুধু কি দূর্নীতিকে অভিযুক্ত এদিন কেজরিওয়ালকে ‘মদ্যপ’ বলতেই ছাড়ালেন না আন্না৷ সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিশানায় করে আন্না হাজারে বলেন, “আবগারি দুর্নীতিতে অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালের তীব্র ভাষায় নিন্দা জানাই৷ উনি এই দুর্নীতি করেছিলেন কারণ উনি নিজেও মদের নেশায় ডুবে থাকেন৷ এমন ব্যক্তিদের দ্বিতীয়বার বেছে নেওয়া কোনওভাবেই উচিৎ নয়৷”
লোকসভা নির্বাচন চলাকালীন ৮৬ বছরের প্রতিবাদী আন্না হাজারের এই বার্তা যে আপের পক্ষে খুব একটা সুখকর হবে না তা বলার অপেক্ষা রাখে না৷ চতুর্থ দফার ভোটের আগে আন্না হাজারে বার্তা দেন, “আজ গণতন্ত্রের উৎসব চলছে৷ সকলের উচিৎ এই উৎসবে সামিল হওয়া এবং সৎ মানুষকে বেছে নেওয়া৷ দেশ গঠনের চাবি এখন জনতার হাতে৷ ফলে বেছে নেওয়ার প্রক্রিয়া সঠিক হওয়া প্রয়োজন৷ স্বচ্ছ ভাবমূর্তির সঠিক মানুষকে বেছে নিন৷ এমন কাউকে ভোট দেবেন না যার বিরুদ্ধে ইডি তদন্ত করছে৷” পাশাপাশি তিনি বলেন, ‘টাকা নিয়ে ভোট দেওয়া দেশের দুর্ভাগ্য এবং শহিদদের অপমান৷ ফলে গায়ে দুর্নীতির দাগ নেই এমন মানুষকেই ভোট দিন৷’
মামলায় অরবিন্দ কেজরিওয়াল জেলবন্দি হওয়ার পর তাঁর বিরুদ্ধে সরব হয়েছিলেন একদা গুরু৷ আন্না বলেন, ক্ষমতার লোভই কেজরিওয়ালকে দিয়ে ‘নীতি বিরুদ্ধ’ কাজ করাচ্ছে৷ যার ফলও তাঁকে ভুগতে হবে৷ আন্না বলেন, “আমি কেজরিওয়ালের ভূমিকায় ব্যাথিত৷ ও আমার সঙ্গে কাজ করেছে, একটা সময় মদের বিরুদ্ধে আন্দোলন করতে৷ সেই আজ মদ নিয়ে নীতি তৈরি করছে৷ এবার ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার, সেটা আইনের পথেই নেওয়া হোক৷”