উপায় নেই, কোম্পানি বেচতে আরবিআইয়ের কাছে ১০ দিন চাইলেন অনিল অম্বানি

অনিল আম্বানি (File Photo: IANS)

মুম্বই, ২১ মে– একদিকে এক ভাই শুধু দেশ নয় গোটা এশিয়ার শীর্ষ ধনীদের মধ্যে একজন৷ একটার পর একটা নতুন ব্যবসার প্রসার ঘটাচ্ছেন অন্যদিকে আরেক ভাই অনিল অম্বানী ঋণে ডুবে থাকা কোম্পানি বেচতে আরবিআইয়ের অনুমতি চাইছে৷
কোম্পানি বিক্রি করা ছাড়া আর উপায় নেই তাই কোম্পানি বেচতেই হবে অনিল অম্বানিকে৷ ৪০,০০০ কোটি টাকার বেশি ঋণের দায়ে জর্জরিত রিলায়েন্স ক্যাপিটাল৷ সংস্থা কেনার জন্য তৈরি হিন্দুজা গোষ্ঠী৷ গত শুক্রবারই ছিল রিলায়েন্স ক্যাপিটালকে হিন্দুজা গোষ্ঠীর সংস্থা এশিয়া এন্টারপ্রাইজের কাছে হস্তান্তরের শেষ তারিখ৷ ২০২৩-এর ১৭ নভেম্বর এই হস্তান্তরের অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ তারা ৬ মাসের সময়সীম দিয়েছিল৷ কিন্ত্ত, এশিয়া এন্টারপ্রাইজের হাতে রিলায়েন্স ক্যাপিটালের সম্পদ হস্তান্তরের জন্য আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অনিল অম্বানি৷ সূত্রের খবর, ব্যবসা স্থানান্তরের সময়সীমা আরও ১০ দিন বাড়ানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে অনুরোধ করেছেন তিনি৷
২০২১ সালের নভেম্বরে, রিলায়েন্স ক্যাপিটালের পুরোনো বোর্ডকে খারিজ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ পরিচালনা সংক্রান্ত সমস্যা এবং অর্থপ্রদানের ত্রুটির অভিযোগ ছিল অনিল ধীরুভাই অম্বানি গোষ্ঠীর এই সংস্থার বিরুদ্ধে৷ এরপর, নাগেশ্বর রাও ওয়াই-কে সংস্থার প্রশাসক হিসাবে নিযুক্ত করেছিল আরবিআই৷ ২০২২-এর ফেব্রুয়ারিতে সংস্থা অধিগ্রহণের জন্য দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেন নাগেশ্বর রাও৷ প্রত্যাশার তুলনায় কম দর হাঁকায়, প্রথম চারজন আবেদনকারীর রেজোলিউশন প্ল্যানই প্রত্যাখ্যান করেছিল ব্যাঙ্ক কমিটি৷ একটি চ্যালেঞ্জ প্রক্রিয়া শুরু করা হয়৷ এরপর, ইন্ডাসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড এবং টরেন্ট ইনভেস্টমেন্ট নিলামে অংশ নেয়৷ শেষ পর্যন্ত বাজিমাত করে হিন্দুজা গোষ্ঠীর আইআইএইচএল৷
আরবিআই-কে, আরসিএপি প্রশাসন অনুরোধ জানিয়েছে, ২৭ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হোক৷ চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবু্যনালের মুম্বই শাখার পক্ষ থেকে, রিলায়েন্স ক্যাপিটালের জন্য হিন্দুজা গোষ্ঠীর ফার্ম, ইন্ডাসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডের ৯,৬৫০ কোটি টাকার রেজোলিউশন প্ল্যান অনুমোদন করেছিল৷ সেই সময়, ইন্ডাসইন্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেডকে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৯০ দিন সময় দিয়েছিল ট্রাইবুনাল৷ প্রসঙ্গত, ২৭ মে তারিখেই সেই ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে৷