• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

ওবিসি নিগ্রহ রুখতে নতুন বিল আনার ঘোষণা চন্দ্রবাবুর

অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী (ওবিসি)-র জন্য রক্ষাকবচের ব্যবস্থা করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নায়ডু।

ফাইল চিত্র

অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী (ওবিসি)-র জন্য রক্ষাকবচের ব্যবস্থা করতে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তথা তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতা চন্দ্রবাবু নায়ডু। ২০১৮ সালের তফসিলি জাতি ও তফসিলি জনজাতি (নির্যাতন প্রতিরোধী) আইনকে অনুসরণ করেই এ বার একটি বিল বিধানসভায় পেশ করবে টিডিপি।

শনিবার চন্দ্রবাবু এলুরুতে একটি কর্মসূচিতে বলেন, ‘‘এখনও সমাজে বৈষম্যের বাতাবরণ রয়েছে। সে কারণেই তফসিলি জাতি ও জনজাতি নিগ্রহ প্রতিরোধী আইনের মতো ওবিসিদের অবমাননা রুখতেও একটি আইনের প্রয়োজন।’’ তাঁর দাবি, টিডিপিই প্রথম রাজনৈতিক দল হিসাবে অনগ্রসরদের অবমাননা রুখতে সক্রিয় হয়েছে।

প্রসঙ্গত, তফসিলি জাতি-জনজাতিদের বিরুদ্ধে অত্যাচার, শোষণ, বঞ্চনা রুখতে ২০১৮ সালে সংবিধান সংশোধন করেছিল কেন্দ্র। ওই সংশোধনী অনুযায়ী, এ ধরনের সমস্ত অভিযোগের ক্ষেত্রে বিনা তদন্তে এফআইআর নিতে হবে। অভিযুক্তের আগাম জামিনেরও কোনও সংস্থান সে ক্ষেত্রে ছিল না। ওই সংশোধনীর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে।