দিল্লি, ২২ ফেব্রুয়ারি – পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষে বুধবার মৃত্যু হয়েছে ২১ বছরের তরুণ কৃষক শুভকরণ সিংহের। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, মাথায় আঘাত লাগার কারণে ২১ বছরের ওই যুবকের মৃত্যু হয়। হরিয়ানা সীমান্তে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারী কৃষকরা। শুভকরণের মৃত্যুতে মর্মাহত তাঁরা। তাঁদের স্মৃতি চারণাতেই উঠে আসে মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও কতটা তরতাজা, প্রাণবন্ত ছিলেন পাঞ্জাবের ভাতিন্ডার বাসিন্দা শুভকরণ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান শুভকরণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছেন, এই মৃত্যুর জন্য যাঁরা দায়ী, তাঁদের শাস্তি হবে।
আন্দোলনরত কৃষকরা জানান, বুধবারই সঙ্গীদের জলখাবার বানিয়ে খাইয়েছিলেন শুভকরণ। নিজেই সবার জন্য সকালের জলখাবার তৈরি করেছিলেন। বলেছিলেন, ‘‘আর হয়তো এ ভাবে সকলে একসঙ্গে বসার, একসঙ্গে খাওয়ার সুযোগ পাব না।’’ তাঁর সেই কথাগুলি এখনও কানে বাজছে শুভকরণের বন্ধু, দাদা , ভাই কৃষকদের। শুভকরণের মৃত্যু এখনও মেনে নিতে কষ্ট হচ্ছে তাঁদের ।