• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

বড় ধাক্কা কংগ্রেসের, আপে যোগ তিনবারের বিধায়কের

কোন্ডলি বিধানসভা আসনের তিনবারের বিধায়ক অমরীশ সিং গৌতম, তাঁর দুই ছেলে এবং অনুগামীরা আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন।

আর কয়েকদিন পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোটের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। কোন্ডলি বিধানসভা আসনের তিনবারের বিধায়ক অমরীশ সিং গৌতম, তাঁর দুই ছেলে এবং অনুগামীরা আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন। আম আদমি পার্টির বর্ষীয়ান নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং দলীয় সদর দপ্তরে পাগড়ি এবং টুপি পরিয়ে তাঁকে দলের সদস্যপদ দেন।

সঞ্জয় সিং বলেন, অমরীশ সিং গৌতমের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। আমি তাঁকে এবং তাঁর দুই ছেলে অবিনাশ গৌতম এবং বিক্রম গৌতম সহ অনুগামীদের স্বাগত জানাই। কংগ্রেসে দীর্ঘ সময় কাটানোর পর, অরবিন্দ কেজরিওয়ালের নীতি দ্বারা প্রভাবিত হয়ে তিনি আপ পরিবারে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

অমরীশ সিং গৌতম বলেছেন, আমরা অরবিন্দ কেজরিওয়ালের প্রকল্পগুলি দরিদ্র, দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণি সহ দিল্লির সমস্ত মানুষের কাছে পৌঁছে দেব। আমরা অরবিন্দ কেজরিওয়াল, বাবা সাহেব আম্বেদকর এবং শহীদ ভগত সিংয়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছি। আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠব।