• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিগ বি-র প্রতিবেশী হওয়ার স্বর্ণ সুযোগ

মুম্বই, ১৪ মার্চ–  সিনেমা জগতের সঙ্গে জড়িত মানুষজনদের প্রতি সাধারণ মানুষের বরাবরই কৌতূহলটা বড্ড বেশি৷ তাদের ব্যক্তিগত জীবনের সব হাল-হকিকতই যেন যানতে উৎসাহী সকলে৷ তারা কী করছেন, কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন-সব কিছু নিয়ে সাধারণ মানুষের আগ্রহের অন্ত নেই৷ বিশেষ করে, পর্দার আড়ালে থাকার সময়ে সেলেবরা কী করছেন, তা নিয়ে আগ্রহ সবথেকে বেশি৷ তবে এবার আপনিও সেলেবদের

মুম্বই, ১৪ মার্চ–  সিনেমা জগতের সঙ্গে জড়িত মানুষজনদের প্রতি সাধারণ মানুষের বরাবরই কৌতূহলটা বড্ড বেশি৷ তাদের ব্যক্তিগত জীবনের সব হাল-হকিকতই যেন যানতে উৎসাহী সকলে৷ তারা কী করছেন, কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন-সব কিছু নিয়ে সাধারণ মানুষের আগ্রহের অন্ত নেই৷ বিশেষ করে, পর্দার আড়ালে থাকার সময়ে সেলেবরা কী করছেন, তা নিয়ে আগ্রহ সবথেকে বেশি৷ তবে এবার আপনিও সেলেবদের হাড়ির খবর জানতে পারেন৷ সেই তালিকায় রয়েছেন বলিউডের বিগ-বি৷

মুম্বইয়ের অভিজাত এলাকা জুহু৷ সেখানেই সপরিবারে থাকেন অমিতাভ বচ্চন৷ তাঁর বাংলোর নাম জলসা৷ অমিতাভের বাডি়র পাশেই একটি বাংলো নিলামে বিক্রি হচ্ছে৷ ৩০০০ স্কোয়ার ফিটের এই বাংলো নিলামে তুলেছে ডয়েস ব্যাঙ্ক৷ নিলামের শুরুর দাম ধার্য করা হয়েছে ২৫ কোটি টাকা৷ আগামী ২৭ মার্চ এই বাংলোর নিলাম শুরু হবে৷ জানা গিয়েছে, ধারদেনা করেই এই বাংলো কেনা হয়েছিল৷ সেভেন স্টার স্যাটেলাইট প্রাইভেট লিমিটেড নামক সংস্থাকে বকেয়া ১২.৮৯ কোটি টাকা মিটিয়ে দিতে বলা হয়েছিল৷ কিন্ত্ত সেই টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় ডয়েস ব্যাঙ্ক এই বাংলো দখল নেয় এবং বর্তমানে সেই বাংলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

তবে নিলামে কেনার সময় এত টাকা দিতে হবে না৷ ব্যাঙ্ক আগ্রহী ক্রেতাদের আর্নেস্ট মানি ডিপোজিট বাবদ আড়াই কোটি টাকা জমা দিতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, অনেকেই মনে করেন যে ব্যাঙ্ক থেকে রিয়েল এস্টেট কিনলে কোনও আইনি ঝামেলা থাকে না৷ তবে এই ধারণা কিন্ত্ত ভুল৷ নিলামে সম্পত্তি বিক্রির পর যদি কোনও আইনি সমস্যা হয়, তবে তার দায়িত্ব ক্রেতার, ব্যাঙ্কের নয়৷