৪০০ টার্গেট ধরে রাখতে পওয়ার-শিণ্ডের মান ভাঙাতে আসরে শাহ

মুম্বই, ৬ মার্চ– বেশ কিছুদিন ধরেই জোট জটে নাজেহাল মহারাষ্ট্র রাজনীতি৷ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হলেও আসন সমঝোতা আগেই করে রাখতে চাইছে নানান রাজনীতিক দল৷ ঠিক একই পরিস্থিতিতে মহারাষ্ট্রেও৷ মহারাষ্ট্র জট কাটাতে অবশ্য ঝাপিয়ে পড়েছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ৷ সেখানে হাজির হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মঙ্গলবার অনেক রাত পর্যন্ত চলল বৈঠক৷

জানা গিয়েছে, মঙ্গলবার ১০.১৫ নাগাদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে বৈঠক করেন শাহ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আর এক উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস৷ প্রায় আধঘণ্টার বৈঠক হয়৷ এর পর মুখ্যমন্ত্রী শিণ্ডের সঙ্গে আলাদা বৈঠক করেন শাহ৷ প্রায় ৫০ মিনিট কথা হয় তাঁদের৷ সেই বৈঠকে অবশ্য পওয়ার, ফড়নবিস ছিলেন না৷ আসলে এবার ৩৭০টি আসনে জিততে মরিয়া বিজেপি৷ সব মিলিয়ে এনডিএ-র টার্গেট ৪০০৷ সেই জয়ের লক্ষ্যে মহারাষ্ট্র এক বিশেষ স্থান অধিকার করে৷ কারণ মহারাষ্ট্রে ৪৮ আসনের মধ্যে ৩০টি আসনে লড়তে চায় বিজেপি৷ শিব সেনাকে ১২টি ও এনসিপিকে ৬টি আসন দিতে ইচ্ছুক তারা৷ আর তা পূরণ করতেই মহারাষ্ট্রের সিংহভাগ আসনেই বিজেপি লড়তে চাইছে৷ স্বাভাবিক ভাবেই এনসিপি ও শিব সেনার শিণ্ডে শিবির এতে খুশি নয়৷ শিণ্ডে চান অন্তত ২৩টি আসনে লড়তে৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওই সংখ্যক আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল৷ আর তা না হলেও অন্তত ১৮টি আসন তারা চাইছে৷ গতবার তারা এতগুলি আসনে জয় পেয়েছিল৷ অন্যদিকে অজিত পওয়ার চান অন্তত ১০টি আসনে লড়তে৷ যদিও গত বার তৎকালীন অবিভক্ত এনসিপি মাত্র চারটি আসনেই জয়লাভ করেছিল৷

তবে গভীর রাতের এই বৈঠক নিয়ে শাহ কিম্বা শিন্ডে কেউ মুখ খুলতে নারাজ৷