লোকসভা ভোটে কর্মীদের চাঙ্গা করতে ফের বঙ্গ সফরে অমিত শাহ

দিল্লি, ২৪ জানুয়ারি– শিয়রে লোকসভা নির্বাচন৷ তার আগে বঙ্গের দলীয় কর্মীদের চাঙ্গা করতে ফের বঙ্গসফরে অমিত শাহর৷ আগামী ২৮ জানুয়ারি একাধিক কর্মসূচি নিয়ে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী৷ আসন্ন লোকসভায় ৩৫ আসনে জয়ের ডাক দিয়েছেন অমিত শাহ৷ সেই লক্ষ্যেই রাজ্যনেতাকে কাজের নির্দেশ নেওয়া হয়েছে৷ এবার বঙ্গ সফরে কী বার্তা দেন শাহ, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷
তাঁর এই বঙ্গসফরে একঠাসা কর্মসূচী আছে বলেই জানা গিয়েছে বিজেপি সূত্রে৷ জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি রাতে দমদম বিমানবন্দরে নামবেন শাহ৷ পরের দিন অর্থাৎ ২৯ জানুয়ারি সোজা পেঁৗছবেন মেচেদার কর্মীসভায়৷ সেদিনই দুপরে কলকাতার সায়েন্স সিটিতে দলীয় কর্মীসভা রয়েছে তাঁর৷ চব্বিশের নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন শাহ৷ ঠিক করে দিতে পারেন লড়াইয়ের রোডম্যাপও৷ এর পর হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি৷ ওই দিনই রাতে ফিরে যাওয়ার কথা তাঁর৷
বিজেপি অন্দরের খবর, কেন্দ্রীয় কমিটি বাংলার নেতৃত্বদের ওপর খুব একটা সন্তুষ্ট নন বাংলার ফলাফল নিয়ে৷ দলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বাংলার লোকসভা আসনের লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছতে পারছে না৷ পেছনে অবশ্য বঙ্গ বিজেপির অন্দরে আদি-নব্য দ্বন্দকেই দায়ি করা হচ্ছে৷ একুশের নির্বাচনে স্বপ্নভঙ্গ হওয়ার পর থেকেই বাংলায় দলের গ্রাফ ক্রমশ নামছে৷ বুথে সংগঠন নেই৷ রাজ্যনেতাদের ব্যর্থতা ও কাজকর্মে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছেন দলের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ৷ পূর্বে সেই ক্ষতে প্রলেপ দিতে গত ২৬ ডিসেম্বর বাংলায় এসেছিলেন তিনি৷ কলকাতায় দু’দফায় সাংগঠনিক বৈঠক করে বঙ্গ নেতাদের কড়া বার্তা দেন ক্ষুব্ধ শাহ৷ এবারও একদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷  এই পরিস্থিতিতে একুশের বিধানসভা ভোটের পর একের পর এক নির্বাচন ও উপনির্বাচনে পরাজয় হয়েছে৷