• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

নিজ্জর খুনে অমিত শাহকে নিশানা, কানাডা হাইকমিশনের এক কুটনীতিককে তলব করল ভারত

ভারতে কর্তব্যরত কানাডা হাইকমিশনের এক কুটনীতিককে তলব করল ভারত। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে কানাডা সরকার খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে নস্যাৎ করেছে ভারত। এর পাশাপাশি দিল্লিতে কর্মরত কানাডার কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছে বলে শনিবার জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ভারতে কর্তব্যরত কানাডা হাইকমিশনের এক কুটনীতিককে তলব করল ভারত। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে কানাডা সরকার খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে নস্যাৎ করেছে ভারত। এর পাশাপাশি দিল্লিতে কর্মরত কানাডার কূটনীতিককে ডেকে পাঠানো হয়েছে বলে শনিবার জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সম্প্রতি কানাডার ডেপুটি বিদেশ মন্ত্রী ডেভিড মরিসন পাবলিক সেফটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কমিটির সামনে দাবি করেন , ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খলিস্তানি উগ্রপন্থীদের উপরে হামলার নির্দেশ দিয়েছিলেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কানাডার এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘ডেপুটি মন্ত্রী ডেভিড মরিসন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ভারত এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’ তিনি জানান, কানাডা হাইকমিশনের এক প্রতিনিধিকে সমন পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক চিঠিও পাঠানো হয়েছে ।

রণধীর জয়সওয়াল এদিন সাংবাদিকদের বলেন, কানাডা সরকারের অবাস্তব ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানাতেই একজন পদস্থ দূতাবাস কর্মীকে ডেকে পাঠানো হয়েছে। জয়সওয়াল বলেন, শুক্রবার আমরা হাইকমিশনকে চিঠি দিয়ে একজন কূটনীতিককে তলব করেছি। জন নিরাপত্তা এবং জাতীয় সুরক্ষার স্ট্যান্ডিং কমিটির কাছে একটি কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।

কানাডা সরকারের কাজের সমালোচনা করে জয়সওয়াল আরও বলেন, ‘ভারতের গায়ে কালি ছেটাতে এটা এক ধরনের ইচ্ছাকৃত কৌশল। কানাডা সরকার কোনও তথ্যপ্রমাণ ছাড়াই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে ইচ্ছাকৃত অভিযোগ তুলছে। এর উদ্দেশ্য , সবার সামনে ভারতকে ছোট করা। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নষ্ট করে। কানাডার মাটিতে সন্ত্রাসবাদ চলছে, এটাই ওখানকার রীতি। সেদেশের সরকার এই ব্যাপারটিতে আরও নজর দিক।’