মহাকুম্ভে পৌঁছে সঙ্গমে পুণ্যস্নান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে প্রয়াগরাজে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। তারপর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সঙ্গমে গিয়ে ডুব দেন। শাহর কথায়, মহাকুম্ভ সনাতন সংস্কৃতির নিরবচ্ছিন্ন প্রবাহের এক অনন্য প্রতীক। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও মহাকুম্ভে গিয়েছেন।
অমিত শাহ এক্স হ্যান্ডেলে সোমবার সকালে লেখেন, কুম্ভ আমাদের সম্প্রীতির উপর ভিত্তি করে জীবনের চিরন্তন দর্শনকে প্রতিফলিত করে। আজ, ধর্মীয় নগরী প্রয়াগরাজে ঐক্য ও অখণ্ডতার এই মহান উৎসবে, আমি সঙ্গমে ডুব দিতে এবং সাধুসন্তদের আশীর্বাদ পেতে আগ্রহী। প্রয়াগরাজে পৌঁছানোর পর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশিষ্টরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
মহাকুম্ভ মিডিয়া সেন্টার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২৭ জানুয়ারী মহাকুম্ভে পৌঁছবেন। অমিত শাহ প্রথমে প্রয়াগরাজে পৌঁছাবেন এবং ত্রিবেণী সঙ্গমে গঙ্গায় স্নান করবেন। এরপর তিনি বড়ে হনুমান জি মন্দির এবং অক্ষয় ভাটে যাবেন। তিনি মহারাজ এবং অন্যান্য সাধুদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন এবং জুনা আখড়া পরিদর্শন করবেন। পবিত্র নগরীতে তাঁর সফরকালে, তিনি গুরু শরণানন্দজির আশ্রম পরিদর্শন করবেন এবং গুরু শরণানন্দজির এবং গোবিন্দ গিরিজির মহারাজের সঙ্গে দেখা করবেন। এর পরে তিনি শৃঙ্গেরি, পুরী এবং দ্বারকার শঙ্করাচার্যদের সঙ্গেও দেখা করবেন। অমিত শাহ সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।
এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে নিয়ে মহাকুম্ভে পবিত্র স্নান করেছিলেন। ১৩ জানুয়ারী থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে। ১৩ জানুয়ারী পৌষ পূর্ণিমা দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে এখন পর্যন্ত ১১ কোটিরও বেশি ভক্ত উপস্থিত হয়েছেন।