• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

দক্ষিণে ‘বিরাট জয়’-এর আগাম ঘোষণা শাহের

ওয়াইএসআর কংগ্রেস বনাম এনডিএ জোটের দ্বিমুখী লড়াই অন্ধ্র-ওড়িশায় অন্ধ্র- ওড়িশায় লোকসভার পাশাপাশি চলছে বিধানসভার ভোটও৷ চতুর্থ দফার ৯৬ আসনের লোকসভা নির্বাচনের অন্ধ্রের ১৭৫ আসনে ও পড়শি রাজ্য ওড়িশাতেও চতুর্থ দফায় ৬ লোকসভা কেন্দ্র এবং ২৮ বিধানসভার ভোট হচ্ছে৷ অন্ধ্রে এবার শাসক ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি নেতৃত্বাধীন এনডিএ জোট মূল লড়াইয়ে৷ তৃতীয় শক্তি হিসাবে লড়াইয়ে কংগ্রেস নেতৃত্বাধীন

ওয়াইএসআর কংগ্রেস বনাম এনডিএ জোটের দ্বিমুখী লড়াই অন্ধ্র-ওড়িশায়
অন্ধ্র- ওড়িশায় লোকসভার পাশাপাশি চলছে বিধানসভার ভোটও৷ চতুর্থ দফার ৯৬ আসনের লোকসভা নির্বাচনের অন্ধ্রের ১৭৫ আসনে ও পড়শি রাজ্য ওড়িশাতেও চতুর্থ দফায় ৬ লোকসভা কেন্দ্র এবং ২৮ বিধানসভার ভোট হচ্ছে৷ অন্ধ্রে এবার শাসক ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপি নেতৃত্বাধীন এনডিএ জোট মূল লড়াইয়ে৷ তৃতীয় শক্তি হিসাবে লড়াইয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট৷ ১৭৫ আসনের মধ্যে টিডিপি লড়ছে ১৪৪ আসনে৷
এরই মধ্যে দক্ষিণ ভারতে জয় নিয়ে আগাম ভবিষ্যতবাণী করলেন বিজেপির মহাসভাপতি অমিত শাহ৷ একাধিক রাজ্য বড় জয় পেতে চলেছে গেরুয়া শিবির৷ এক সংবাদস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের ঘোষণা, আমরা দক্ষিণের চার রাজ্য কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে বড়সড় জয়ের দিকে এগোচ্ছি৷
২০১৯ সালে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে খাতাই খুলতে পারেনি মোদি-শাহর দল৷ ২০ আসনের কেরলেও একই হাল হয়েছিল৷ এবার কী সেই পরিস্থিতি বদলাবে?
লোকসভার ভোটযুদ্ধে এবার ৩৭০ আসনের লক্ষ্য বিজেপির৷ এনডিএ জোটের লক্ষ্য ৪০০ বা তার বেশি আসন৷ যদিও গেরুয়া শিবিরের এই আত্মবিশ্বাস মূলত গোবলয়ের সমর্থনের উপর দাঁডি়য়ে৷ যে রাজ্যগুলিতে বিরোধীদের স্রেফ উডি়য়ে দেওয়ার লক্ষ্য সেগুলি হল উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, হরিয়ানা এবং গুজরাত৷ ২০১৯-এ গোবলয়ে ১৯০ আসন জিতেছিল বিজেপি৷ লক্ষ্য পূরণে এবারে আরও বেশি আসন চাই৷ পাশাপাশি দক্ষিণেও ভালো ফলের আশায় ঘন ঘন প্রচারে দেখা যাচ্ছে মোদি-শাহকে৷ কর্ণাটকের হাভেরিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণের পাঁচ রাজ্যে কংগ্রেসের থেকে বেশি আসন পাব আমরা৷’
গত লোকসভা নির্বচনে কেরল (১৫ আসনে জিতেছিল) ছাড়া দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলিতে (কর্ণাটকে একমাত্র আসন) ভালো ফল করেনি কংগ্রেস৷ অমিত শাহর দাবি, ‘এবার সেরা ফল হবে দক্ষিণ ভারতে৷ দারুণ ফল হবে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে৷’ শাহর বক্তব্য, দক্ষিণে ভালো ফল হবে প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তার কারণে৷ বিরোধী কংগ্রেস অবশ্য শাহের এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, বিগত নির্বাচনগুলির মতোই দক্ষিণে হুল ফোটাতে পারবে না বিজেপি৷
অন্ধ্রে এনডিএ জোটেই রয়েছে বিজেপি৷ গেরুয়া শিবির লড়ছে ১০টি বিধানসভা আসনে৷ ওয়াই এস শর্মিলার নেতৃত্বাধীন কংগ্রেসের সঙ্গে সঙ্গী হিসাবে লড়ছে বাম দলগুলি৷ অন্ধ্রে শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা কাজে লাগিয়ে সে রাজ্যে ক্ষমতা দখলের আশায় চন্দ্রবাবু নায়ড৷ সম্প্রতি নায়ডুকে দুর্নীতির অভিযোগে জেলে ঢুকিয়েছিল জগনের সরকার৷ সেজন্য খানিকটা সহমর্মিতাও রয়েছে টিডিপির পক্ষে৷ তাছাড়া বিজেপির সঙ্গে জোট বেঁধে মাস্টারস্ট্রোক দিয়েছেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে জগনমোহন রেড্ডি সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের ভরসায় ভোট ময়দানে নেমেছেন৷ জগমোহন আবার একটু হলেও আতঙ্কে রয়েছেন বোন ওয়াই এস শর্মিলার জন্য৷
এই পর্বে ওড়িশার মালকানগিরি, কোরাপুট, রায়গড়, নবরংপুর, নৌপদা এবং কালাহান্ডি লোকসভায় ভোট হচ্ছে৷ সেই সঙ্গে ভোট হচ্ছে ২৮টি বিধানসভা কেন্দ্রে৷ ওড়িশায় এবার মূল লড়াই বিজেডি এবং বিজেপির৷ এখানেও তৃতীয় শক্তি কংগ্রেস৷ তবে অন্ধ্রের তুলনায় ওড়িশায় কংগ্রেসের প্রভাব বেশি৷