প্রধানমন্ত্রী মোদী ৬৫ বার উত্তর-পূর্বে এসেছেন, উপহার নিয়েই এসেছেন: শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) ৭২-তম পূর্ণাঙ্গ অধিবেশনের উদ্বোধন করলেন। শাহ উত্তর-পূর্বের উন্নয়নের ওপর জোর দেওয়ার বার্তা দেন। অমিত শাহ বলেন, উত্তর-পূর্বে দ্রুত উন্নয়ন হচ্ছে। উত্তর-পূর্বকে সেরা ভারতের কাছাকাছি নিয়ে আসতে হবে। এখানকার সব রাজ্যই হবে সমৃদ্ধ ও সুখী। এখানকার প্রতিটি মানুষ সমৃদ্ধ হোক।

শাহ আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী এখানে ৬৫ বার এসেছেন। উত্তর-পূর্বের জন্য প্রতিবারই তিনি কিছু না কিছু উপহার নিয়ে এসেছেন। কানেক্টিভিটি নিয়ে আর কোনও সমস্যা নেই। বিনিয়োগের পরিবেশ ব্যবস্থারও উন্নতি হবে। পজিটিভ ইকো সিস্টেম তৈরির কাজ করা হয়েছে।

তিনি বলেন, নাগরিকদের অধিকার যাতে পাওয়া যায়, সেদিকেই এখন আমাদের নজর দেওয়া উচিত। উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের পুলিশের দৃষ্টিভঙ্গি, প্রশিক্ষণ এবং ফোকাস পরিবর্তন করতে হবে। তবে এর পূর্ব শর্ত হল – তিনটি নতুন ফৌজদারি আইন উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সম্পূর্ণরূপে প্রয়োগ করা উচিত।


নর্থ ইস্টার্ন কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, রাজ্যগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং আটটি উত্তর-পূর্ব রাজ্যের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, এই বছর কাউন্সিলের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এছাড়া এই খাতের ভবিষ্যৎ রূপরেখা নিয়েও গভীর আলোচনা হবে। এই পরিষদ উত্তর-পূর্ব অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নোডাল সংস্থা। এই অঞ্চলের মধ্যে রয়েছে – অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর দু’দিনের সফরকে সামনে রেখে রাজধানী আগরতলা ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শনিবার তাঁর সফরের দ্বিতীয় দিন। শুক্রবার সন্ধ্যায় তিনি ত্রিপুরায় পৌঁছন। প্রায় ২০০০ ত্রিপুরা স্টেট রাইফেলস কর্মীকে আগরতলায় এবং তার আশপাশে মোতায়েন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর এবং কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য।