সাত দফার লোকসভা নির্বাচনের চার দফা ভোট সম্পন্ন হয়েছে। আগামী ৪ জুন ভোটের ফল প্রকাশ হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠেও সেই সুরই ধরা পড়ল।
সেনসেক্স ১ লাখের গণ্ডি পার করবে কি না, সে বিষয়ে মন্তব্য না করলেও, তিনি বলেন যে স্থিতিশীল সরকার থাকলে স্টক মার্কেটও ভাল পারফর্ম করে। সেই কারণে আমি বলছি যে আমরা ৪০০-রও বেশি আসন পাব। মোদি সরকারই ক্ষমতায় আসবে। তারপরে শেয়ার মার্কেটেরও উত্থান হবে। উল্লেখ্য, সোমবারও বাজার খোলার পরে ৭০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। আপাতত ৭২ হাজারের ঘরেই রয়েছে সেনসেক্সের সূচক।