ওয়াশিংটন, ১৮ এপ্রিল – রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করল আমেরিকা। টেসলার সিইও এলন মাস্ক বছরের শুরুর দিকে ভারত কেন রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী সদস্যপদ পাবে না তা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে আমেরিকার মত, তারা সময়ের পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রসঙ্ঘেরও নানা শাখা ও নিয়মবিধির সংস্কার চায়। যার মধ্যে নিরাপত্তা পরিষদের মতো শাখা সংগঠন রয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি করে আসছে।
২০২৪ সালের জানুয়ারিতে এলন মাস্ক রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের না থাকাকে অবাস্তব বলে উল্লেখ করেছিলেন। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ ভারতের না থাকা নিয়ে প্রস্তাব তোলেন মাস্ক। তাঁর মতে, এতে নিরাপত্তা পরিষদে সকলের প্রতিনিধিত্বকে অগ্রাহ্য করা হচ্ছে। এই নীতির পরিবর্তন জরুরি বলে দাবি জানান মাস্ক।
শুধু ভারত নয়, সংযুক্ত আফ্রিকা মহাদেশকে হিসেবে নিরাপত্তা পরিষদের সদস্য করা উচিত বলেও মতপ্রকাশ করেন মাস্ক। প্রসঙ্গত, ভারতের এই দীর্ঘদিনের দাবিকে ২০২৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত জি ২০ সম্মেলনের মঞ্চে সমর্থন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।